JP Nadda in Durga Puja: সপ্তমীতে শহরে নাড্ডা, কোন কোন প্যান্ডেলে যাবেন বাংলার ‘জামাই’?

JP Nadda: বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সপ্তমীতে আসছেন কলকাতায়। শহরের বেশ কয়েকটি পুজো ঘুরে দেখবেন বাংলার 'জামাই'। শহরের তিনটি পুজোয় তাঁর যাওয়ার কথা রয়েছে বলে এখনও পর্যন্ত বিজেপি সূত্রে খবর।

JP Nadda in Durga Puja: সপ্তমীতে শহরে নাড্ডা, কোন কোন প্যান্ডেলে যাবেন বাংলার 'জামাই'?
শহরে আসছেন নাড্ডাImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2023 | 12:00 AM

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ইতিমধ্যেই কলকাতা থেকে ঘুরে গিয়েছেন। সন্তোষ মিত্র স্কোয়ারের ‘রামমন্দির’ উদ্বোধন করে গিয়েছেন তিনি। আর এবার পুজোর (Durga Puja) মধ্যে শহরে আসছেন বিজেপির আরও এক মহারথী। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda) সপ্তমীতে আসছেন কলকাতায়। শহরের বেশ কয়েকটি পুজো ঘুরে দেখবেন বাংলার ‘জামাই’। শহরের তিনটি পুজোয় তাঁর যাওয়ার কথা রয়েছে বলে এখনও পর্যন্ত বিজেপি সূত্রে খবর। জানা যাচ্ছে, তার মধ্যে একটি সল্টলেকে এবং অন্যটি উলুবেড়িয়ায়।

অমিত শাহর পর এবার জে পি নাড্ডা। কোনও রাজনৈতিক কর্মসূচি না থাকলেও, লোকসভা ভোটের আগে বিজেপির দুই তাবড় মহারথীর কলকাতার দুর্গাপুজোয় আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে এটাই শেষ দুর্গাপুজো। আর এই সময়ে কলকাতার দুর্গাপুজোয় সামিল হয়ে বাঙালি ভাবাবেগে শান দেওয়ার চেষ্টা বলেও মনে করছেন ওয়াকিবহাল মহল।

নরেন্দ্র মোদীর ‘সেনাপতি’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেমন গতকাল কলকাতায় এসেই বলে দিয়েছিলেন, তিনি কোনও রাজনৈতিক মন্তব্য করবেন না। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে বক্তব্য রাখার সময় শাহ বলেছিলেন, তিনি বাংলায় আসবেন, রাজনীতির কথাও বলবেন, কিন্তু এখন তিনি শুধু দেবী দুর্গার আশীর্বাদ নিতেই এসেছেন।

কোনও রাজনৈতিক মন্তব্য এড়িয়ে গেলেও অমিত শাহ বলেছিলেন, পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতি, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তিনি দেবী দুর্গার থেকে শক্তি ও আশীর্বাদ প্রার্থনা করবেন।

অমিত শাহ কলকাতা থেকে ঘুরে যাওয়ার পর এবার শহরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। কলকাতার বেশ কয়েকটি পুজো ঘুরে দেখবেন তিনি। নাড্ডার কলকাতায় ঠাকুর দেখতে আসা নিয়ে জোর প্রস্তুতি চলছে এখন বঙ্গ বিজেপির অন্দরে।