D.El.Ed Result: পুজোর আগেই রেজাল্ট ডিএলএড পরীক্ষার্থীদের
D.El.ED: সূত্রের খবর, ইতিমধ্যেই ফল প্রকাশের অনুমতি দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। ফলে আনুষ্ঠানিকভাবে রেজাল্ট ওয়েবসাইটে আপলোড হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। ডিএলএডের ২০২১-২৩ ব্যাচের পার্ট ওয়ানের পরীক্ষায় বসেছিলেন প্রায় ৩৭ হাজার পরীক্ষার্থী।
কলকাতা: পুজোর আগেই ডিএলএড পরীক্ষার ফলপ্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। রেকর্ড সময়ের মধ্যে এবার ২০২১-২৩ ব্যাচের পার্ট ওয়ানের রেজাল্ট প্রকাশ হতে চলেছে। পরীক্ষার প্রায় এক মধ্যেই ডিএলএড পার্ট ওয়ানের ফল প্রকাশ হতে চলেছে। সূত্রের খবর, ইতিমধ্যেই ফল প্রকাশের অনুমতি দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। ফলে আনুষ্ঠানিকভাবে রেজাল্ট ওয়েবসাইটে আপলোড হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। ডিএলএডের ২০২১-২৩ ব্যাচের পার্ট ওয়ানের পরীক্ষায় বসেছিলেন প্রায় ৩৭ হাজার পরীক্ষার্থী। পুজোর আগেই এবার তাঁদের রেজাল্ট প্রকাশ হতে চলেছে।
উল্লেখ্য, প্রাথমিকে শিক্ষক পদে নিয়োগ পেতে গেলে ডিএলএড সার্টিফিকেট অত্যন্ত জরুরি। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, কেবল ডিএলএড প্রশিক্ষিতরাই রাজ্যে প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। কলকাতা হাইকোর্ট অবশ্য আগে বলেছিল, বিএড প্রশিক্ষিতরাও অংশ নিতে পারবেন। তবে হাইকোর্টের সেই নির্দেশ খারিজ করে দিয়েছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএড সার্টিফিকেট প্রাপ্তরা অংশ নিতে পারবেন না। সেক্ষেত্রে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে গেলে এখন ডিএলএড প্রশিক্ষণ থাকা বাধ্যতামূলক।
এক মাসও হয়নি ডিএলএডের ২০২১-২৩ ব্যাচের পার্ট ওয়ানের পরীক্ষা হয়েছে। আর এর মধ্যেই ফলপ্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি ইতিমধ্যেই ফলপ্রকাশের জন্য অনুমতি দিয়ে দিয়েছেন। ফলে যে কোনও সময়ে ফল ওয়েবসাইটে আপলোড হতে পারে। এত কম সময়ের মধ্যে ডিএলএড-এর রেজাল্ট সাম্প্রতিক অতীতে প্রকাশ হয়নি বলেই মনে করছেন শিক্ষামহলের একাংশ। সেদিক থেকে দেখলে, একপ্রকার রেকর্ড সময়ের মধ্যেই রেজাল্ট প্রকাশ হতে চলেছে ডিএলএড পরীক্ষার্থীদের।