Durga Puja 2023: পুজোর নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না নবান্ন, চালু ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম

Durga Puja 2023: প্রথম দফায় লক্ষ্মীপুজো পর্যন্ত খোলা থাকবে কন্ট্রোল রুম। সূত্রের খবর, কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন একজন বিশেষ আধিকারিক। আবার কালীপুজোতেও খোলা থাকবে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬।

Durga Puja 2023: পুজোর নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না নবান্ন, চালু ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম
প্রতীকী ছবিImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 9:07 PM

কলকাতা: মহালয়া থেকে মণ্ডপে মণ্ডপে উপচে পড়ছে ভিড়। শ্রীভূমিত থেকে চেতলা অগ্রনী, সর্বত্র নেমেছে মানুষের ঢল। দ্বিতীয়া থেকে তৃতীয়, রাজপথে শুধুই মানুষের ঢল। এরইমধ্যে পুজোর সময় নজরদারিতে নবান্নে খোলা হচ্ছে বিশেষ কন্ট্রোল রুম। শুধু কলকাতা নয়, কন্ট্রোল রুম খোলা হচ্ছে জেলাতেও। সূত্রের খবর, চতুর্থীর দিন থেকেই এই কন্ট্রোল রুম খোলা থাকবে চব্বিশ ঘন্টার জন্য। কন্ট্রোল খোলার ভাবনা কালীপুজো পর্যন্তও। 

প্রথম দফায় লক্ষ্মীপুজো পর্যন্ত খোলা থাকবে কন্ট্রোল রুম। সূত্রের খবর, কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন একজন বিশেষ আধিকারিক। আবার কালীপুজোতেও খোলা থাকবে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬। যে কোনও সমস্যায় এই দুই নম্বরে ফোন করে জানানো যাবে অভিযোগ। 

প্রসঙ্গত, পুজোর নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না কলকাতা পুলিশ। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে তৎপরতা। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত শহরে মোতায়েন থাকবে ৮ হাজার পুলিশ কর্মী। দিকে দিকে চলবে টহল। সামাল দেওয়া হবে ভিড়। একইসঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকবেন ৬ হাজার পুলিশ কর্মী। একইসঙ্গে ৫১টি ওয়াচ টাওয়ারও খোলা হয়েছে। সেগুলি দিয়েও চলবে নজরদারি। তৃতীয়ার পর চতুর্থীর দিনও জোর দেওয়া হচ্ছে নিরাপত্তা। রাস্তায় থাকছেন ৪ হাজার পুলিশ কর্মী।