Bulldozer Protest: গলায় যোগীর ছবি, মানিকতলায় প্রতীকী বুলডোজ়ার নিয়ে বিক্ষোভ বিজেপির
BJP Protest: বিজেপির তরফে সোমবার বিকেলে একটি খেলনার বুলডোজ়ার নিয়ে আসা হয়েছিল মানিকতলা থানার সামনে। রিমোট কন্ট্রোল খেলনা বুলডোজ়ার। সেই নিয়েই চলল বিক্ষোভ প্রদর্শন।
কলকাতা: মানিকতলা থানা এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগ নিয়ে কিছুদিন আগেই কড়া মন্তব্য করেছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেআইনি নির্মাণ উচ্ছেদের প্রয়োজনীয়তার কথা বোঝাতে গিয়ে মন্তব্য করেছিলেন, দরকার হলে যেন যোগী আদিত্যনাথের থেকে কিছু বুলডোজ়ার ভাড়া করা হয়। শুধু তাই নয়, পুলিশ ও পুর প্রশাসনের উপর যে বিভিন্ন ‘বাহ্যিক চাপ’ থাকে, সেই কথাও বলেছিলেন তিনি। আর এবার বিচারপতির সেই মন্তব্যকে হাতিয়ার করে বিক্ষোভে সামিল উত্তর কলকাতার বিজেপি নেতৃত্ব। প্রতীকী বুলডোজ়ার নিয়ে মানিকতলা থানার সামনে বিক্ষোভ দেখালেন তমোঘ্ন ঘোষ সহ উত্তর কলকাতার বিজেপি নেতারা।
বিজেপির তরফে সোমবার বিকেলে একটি খেলনার বুলডোজ়ার নিয়ে আসা হয়েছিল মানিকতলা থানার সামনে। রিমোট কন্ট্রোল খেলনা বুলডোজ়ার। সেই নিয়েই চলল বিক্ষোভ প্রদর্শন। থানার সামনে রাস্তায় রিমোট কন্ট্রোল সেই খেলনার বুলডোজ়ার চালান বিজেপি নেতারা। গলায় প্ল্যাকার্ড ঝোলানো। সেখানেও উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ ও বুলডোজ়ারের ছবি। শুধু বেআইনি নির্মাণের অভিযোগই নয়, এলাকায় আরও অন্যান্য অসামাজিক কাজকর্মের অভিযোগও তুলে ধরা হয়েছে প্ল্যাকার্ডে।
বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ বলছেন, ‘মানিকতলা চত্বর-সহ উত্তর কলকাতার বিভিন্ন জায়গা বেআইনি নির্মাণে ভরে গিয়েছে। মানিকতলা বিধানসভা এলাকায় তৃণমূলের আশ্রিত লোকজনরাই এটা করছে। বার বার বলার পরও, হাইকোর্টের নির্দেশের পরও কাজ হচ্ছে না। পুরনিগম জেগে জেগে ঘুমোচ্ছে। বিষয়টি তোলাবাজিতে পরিণত হয়েছে। তোলাবাজদের বিরুদ্ধে রাস্তায় রুখে দাঁড়াতে হবে। পুলিশের ঘুম ভাঙবে কি না জানি না, কিন্তু ঘুম ভাঙানোর জন্য যা যা করার নিশ্চয়ই করব।’
মানিকতলা চত্বরে বেআইনি নির্মাণের প্রতিবাদে সোমবার বিকেলে একটি মিছিলও করে বিজেপি। থানা ঘেরাও করে বিক্ষোভ চলে। পরে মানিকতলা থানায় গিয়ে একটি ডেপুটেশনও জমা দিয়ে যায় বিজেপির প্রতিনিধিদল। এদিকে বিজেপির প্রতীকী বুলডোজার নিয়ে এমন অভিনব প্রতিবাদ ঘিরে বিকেলে শোরগোল পড়ে গিয়েছে মানিকতলা থানা চত্বরে।