BJP in West Bengal: বিজেপির মিছিলে লোক কই? মাত্র ৩৫ জনকে নিয়েই চলল লালবাজার অভিযান

BJP in Kolkata: রাজ্যের বিরোধী দল বিজেপির লালবাজার অভিযানে লোকবলের এমন করুণ চেহারা দেখে বিমর্ষ রাজ্য নেতাদের একাংশও।

BJP in West Bengal: বিজেপির মিছিলে লোক কই? মাত্র ৩৫ জনকে নিয়েই চলল লালবাজার অভিযান
বিজেপির মিছিলে লোক কই?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 02, 2022 | 6:30 PM

অ ঞ্জ ন রা য়

শনিবার বিজেপির মজদুর সেলের তরফে লালবাজার অভিযান করা হয়েছিল। বিজেপির রাজ্য সদর দফতর মুরলিধর সেন লেন থেকে শুরু হয় মিছিল। শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে ট্রাকের ধাক্কার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল পদ্ম শিবিরের মজদুর সেলের তরফে। কিন্তু এ কী চেহারা! লালবাজার অভিযানে লোক কই? মাত্র ৩৫ জন নেতা-কর্মীকে নিয়ে চলল লালবাজার অভিযান। রাজ্যের বিরোধী দল বিজেপির লালবাজার অভিযানে লোকবলের এমন করুণ চেহারা দেখে বিমর্ষ রাজ্য নেতাদের একাংশও।

বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এই বিষয়ে জানিয়েছেন, “কী করে ৩৫ জন লোক নিয়ে রাজ্য বিজেপির দফতর থেকে লালবাজার অভিযান হল? জানি না। বিষয়টি রাজ্য নেতাদের জানাব।” উল্লেখ্য, বিজেপির মজদুর সেলের শনিবারের লালবাজার অভিযানে লোকবল কম ছিল বটে, কিন্তু এর মধ্যেও ধস্তাধস্তি চলে বিস্তর। মিছিল মুরলীধর সেন লেনের থেকে বেরিয়ে সেন্ট্রাল এভিনিউ হয়ে এগোতে শুরু করে। এরপর কলকাতা মেডিক্যাল কলেজের সামনে মিছিল পৌঁছতেই তা আটকে দেয় পুলিশ। পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকাতেই শুরু হয় উত্তেজনা। ধস্তাধস্তিও হয় একপ্রস্থ।

উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে কলকাতার রাজপথে বিজেপির মিছিল ঘিরে ব্যাপক প্রস্তুতি নিতে দেখা গিয়েছে পুলিশ প্রশাসনকে। জলকামান থেকে শুরু করে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা রাখা হয়েছিল পুলিশের তরফে। ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি সবই হয়েছিল। বিজেপির মিছিল সামাল দিতে কার্যত নাজেহাল অবস্থা হয়েছিল পুলিশের। কিন্তু সেই তুলনায় শনিবার দুপুরে বিজেপির মজদুর সেলের লালবাজার অভিযানে লোকবল যেন বড্ড বিবর্ণ। মাত্র ৩৫ জনকে নিয়েই কোনও রকমে চলল লালবাজার অভিযান।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রথম হোঁচট বিজেপির। এরপর পুরনিগমের ভোট, পুরসভা ভোট… সব জায়গাতেই একই হাল। রাজ্যে যখন একের পর এক নির্বাচনে এমন বেহাল দশা, তখন খাস কলকাতায় বিজেপির মজদুর সেলের মিছিলে লোকবলের এই অভাব ঘিরে আবারও বেশ কিছু প্রশ্ন উঠে আসছে রাজনৈতিক মহলে।