AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পাখির চোখ ১৬ অগস্ট! তৃণমূলের ‘খেলা হবে’র পাল্টা এবার বিজেপির ‘বাংলা বাঁচাও সপ্তাহ’

Dilip Ghosh: গত ২১ জুলাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে 'খেলা হবে দিবস' হিসাবে ১৬ অগস্টকে ঘোষণা করেছেন।

পাখির চোখ ১৬ অগস্ট! তৃণমূলের 'খেলা হবে'র পাল্টা এবার বিজেপির 'বাংলা বাঁচাও সপ্তাহ'
ছবি ফেসবুক।
| Edited By: | Updated on: Jul 25, 2021 | 7:03 PM
Share

কলকাতা: এবার রাজ্যজুড়ে ‘বাংলা বাঁচাও সপ্তাহ’ পালন করবে বিজেপি। রবিবার বিজেপির যুব সংগঠনের এক বৈঠক থেকে এই কর্মসূচির কথা ঘোষণা করেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান, আগামী ৯ অগস্ট থেকে ১৬ অগস্ট পর্যন্ত এ রাজ্যে বাংলা বাঁচাও সপ্তাহ পালিত হবে। নতুন প্রজন্মের কাছে ‘গ্রেট ক্যালকাটা কিলিংস’-এর ইতিহাস তুলে ধরতেই এই কর্মসূচি বলে জানান দিলীপ ঘোষ। প্রসঙ্গত, গত ২১ জুলাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ‘খেলা হবে দিবস’ হিসাবে ১৬ অগস্টকে ঘোষণা করেছেন।

গত ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “খেলা একটা হয়েছে, আবার হবে। বিজেপিকে যতদিন না দেশ থেকে তাড়াচ্ছি, রাজ্যে রাজ্যে খেলা হবে। ১৬ অগস্ট এ রাজ্যে খেলা দিবস পালিত হবে।” এদিন দিলীপ ঘোষ বলেন, এ রাজ্যে খেলার দরকার নেই। চাকরি চাই। সেই চাকরির দাবিতে এবার পথে নামতে চলেছে বঙ্গ গেরুয়া ব্রিগেড।

অগাস্টে কলকাতা চলো অভিযানে নামবে বিজেপি। ২০ অগস্ট জেলাশাসকদের অফিস ঘেরাও করা হবে। তার আগে ৯ অগস্ট থেকে ১৬ অগস্ট পর্যন্ত পালিত হবে বিজেপির বাংলা বাঁচাও সপ্তাহ। দিলীপ ঘোষের কথায়, “১৬ অগস্ট গ্রেট ক্যালকাটা কিলিংস শুরু হয়েছিল। আমরা নতুন করে নব প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরব। এখন যা পরিস্থিতি তাতে আমরা সেই বীভৎস অতীতেই যেন ফিরে যাচ্ছি। সেই ক্ষত বিক্ষত ইতিহাস মনে করানো হবে ১৬ অগস্ট।”

এ বার ভোটে তৃণমূলের স্লোগান ছিল ‘খেলা হবে’। ভোটে জিতে তৃতীয় বার সরকার গঠনের পর মমতা বন্দ্যোপাধ্যায় এই স্লোগানকে সামনে রেখে একটা গোটা দিনই ঘোষণা করেছেন। ১৬ অগস্ট খেলা হবে দিবস। কিন্তু প্রথম থেকেই এই দিনটি নিয়ে বিতর্ক উস্কে দিয়েছে বিজেপি। তাদের দাবি, ১৯৪৬ সালে এই দিনটিতে ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস’-এর সাক্ষী থেকেছে কলকাতা। কত মানুষকে যে মরতে হয়েছিল তার হিসাব নেই। অথচ রাজ্যের সরকার দিনটাকে নিছক খেলা হিসাবে দেখছে। ওয়াকিবহাল মহল বলছে, তারই পাল্টা এবার বিজেপির বাংলা বাঁচাও কর্মসূচি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে কোনও ভাবেই ফাঁকা মাঠে ছেড়ে দিতে নারাজ গেরুয়া শিবির। এর আগে ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসে বিজেপি ঘোষণা করেছিল ‘শহিদ শ্রদ্ধাঞ্জলি’ কর্মসূচি। দিল্লি থেকে বাংলার প্রত্যন্ত গ্রামে পালিত হয়েছে দিনটি। এবার ১৬ অগস্টকে সামনে রেখেও ময়দানে নামছেন দিলীপ ঘোষরা। আরও পড়ুন: ‘অনেক দাগ লাগা আলু আছে, কোনও কাজে লাগে না’, দলত্যাগীদের ‘দাগী আলু’র সঙ্গে তুলনা দিলীপের