অর্জুন সিংয়ের বিজেপি যোগের কারণেই কি উপদ্রব বারাকপুরে? মুখ খুললেন দিলীপ

দীর্ঘ কয়েকদিনের ছুটি কাটিয়ে সংসদ অধিবেশন সেরেই একেবারে বাংলায় ফিরবেন দিলীপবাবু।

অর্জুন সিংয়ের বিজেপি যোগের কারণেই কি উপদ্রব বারাকপুরে? মুখ খুললেন দিলীপ
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2021 | 4:02 PM

কলকাতা: অর্জুন সিং বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে বারংবার নিশানায় নেওয়া হয়েছে। যে কারণে বারাকপুর শিল্পাঞ্চল উপদ্রুত এলাকা হয়ে উঠেছে। বুধবার দিল্লি যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দীর্ঘ কয়েকদিনের ছুটি কাটিয়ে সংসদ অধিবেশন সেরেই একেবারে বাংলায় ফিরবেন বলে জানান দিলীপবাবু।

মঙ্গলবার বিকেলে ভাটপাড়া পুরসভার ভেতরেই গুলি চালানোর ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হন পুরসভারই দুই সদস্য। বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে বুধবার দিলীপ বলেন, “ভাটপাড়া এবং পুরো বারাকপুর লোকসভা এলাকা পুরো উপদ্রুত এলাকা হয়ে গিয়েছে। যখন থেকে অর্জুং সিং আমাদের দলে এসেছেন তখন থেকে তাঁকে টার্গেট করা হচ্ছে। প্রতিনিয়ত আক্রমণ করে তাঁকে অশান্তি ও ভয়ের মধ্যে রাখা হচ্ছে, এমনকী তাঁর লোকজনদের উপরও অত্যাচার করা হচ্ছে। আর ইচ্ছা করে এমন পুলিশ অফিসার ওখানে মোতায়েন করা হয় যারা সব ছেড়ে শুধু অর্জুন সিংকে বিরক্ত করার জন্য লেগে থাকে।”

বিধানসভার ৮ টি কমিটি থেকে বিজেপি বিধায়কদের পদত্যাগ সম্পর্কে তাঁর বক্তব্য, “আমরা আগেই ঘোষণা করে দিয়েছিলাম সরকার যেভাবে চলছে তাদের সঙ্গে থাকার কোনও মানেই হয় না।” প্রসঙ্গত, বিধানসভায় ৮ কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিজেপি বিধায়কদের। কিন্তু কেন মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করা হল, তার প্রতিবাদ জানিয়ে ওই কমিটিগুলির চেয়ারম্যান পদ থেকেও সরে দাঁড়িয়েছে বিজেপি। যদিও কমিটির সদস্যপদ ছাড়েনি বিজেপি। সদস্যরা কমিটিতে থাকলেও চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এই নিয়ে গত এক সপ্তাহের মধ্যে দুবার দিল্লি যাচ্ছেন দিলীপ ঘোষ। এর আগে গত সপ্তাহেই দলের অভ্যন্তরীণ রদবদল নিয়ে আলোচনা করতে দিল্লি গিয়েছিলেন তিনি। গত সোমবার জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করে সবে ফিরেছিলেন রাজধানী থেকে। এরই মধ্যে ফের দিল্লি ছুটে যাচ্ছেন তিনি। একই সঙ্গে দিনকয়েক ছুটিও কাটিয়ে আসবেন বলে জানান। আরও পড়ুন: নন্দীগ্রাম মামলায় মমতার আবেদনের ভিত্তিতে নোটিস জারি হাইকোর্টের