Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Partha Chatterjee: পার্থর পার্টি অফিসে গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধিকরণ’ বিজেপির! ‘আগে শুভেন্দুর সঙ্গদোষ কাটান’, কটাক্ষ কুণালের

Partha Chatterjee: এদিন পার্থ চট্টোপাধ্যায়ের বেহালার কার্যালয়ের সামনে দিয়ে বিজেপির মিছিল যাওয়ার সময় দেখা যায় এক অভিনব ঘটনা। পার্টি অফিসের সামনে মিছিল যেতেই বিজেপি কর্মীদের পার্থর পার্টি অফিসের সামনে গঙ্গাজল ছাড়াতে দেখা যায়।

Partha Chatterjee: পার্থর পার্টি অফিসে গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধিকরণ’ বিজেপির! ‘আগে শুভেন্দুর সঙ্গদোষ কাটান’, কটাক্ষ কুণালের
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2022 | 10:05 PM

কলকাতা: নিয়োগ কেলেঙ্কারি মামলায় ইডি(ED) হেফাজতে দিন কাটছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee)। মুখ পুড়েছে রাজ্য সরকারের। এদিকে অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee) একাধিক ফ্ল্যাট থেকে ইতিমধ্যেই উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। পার্থর গ্রেফতারির পরই রাজ্য সরকারের বিরুদ্ধে অলআউট অ্যাটাকে নেমেছে বিজেপি(BJP)। এদিকে বেহালার যে পার্টি অফিসে বসতেন পার্থ চট্টোপাধ্যায়, সেই পার্টি অফিসই এবার গঙ্গাজল ছড়িয়ে শুদ্ধ করল বিজেপি। এদিকে পার্থর গ্রেফতারির পর থেকে রাজ্যের নানা প্রান্তে দুর্নীতির প্রতিবাদে লাগাতার মিছিল করেছে পদ্ম শিবির। এদিনই একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় বেহালায়। 

সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বেহালার কার্যালয়ের সামনে দিয়ে বিজেপির মিছিল যাওয়ার সময় দেখা যায় এক অভিনব ঘটনা। পার্টি অফিসের সামনে মিছিল যেতেই বিজেপি কর্মীদের পার্থর পার্টি অফিসের সামনে গঙ্গাজল ছাড়াতে দেখা যায়। তাঁদের দাবি এভাবেই ‘শুদ্ধ’ করতে হবে, ‘পবিত্র’ করতে হবে এলাকা। মিছিল থেকে ‘চোর-চোট্টা’ বলে স্লোগানও ওঠে পার্থর বিরুদ্ধে। এদিকে বিজেপির এই অভিনব প্রতিবাদকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে কুণাল বলেন, “বিজেপির কর্মীরা আগে শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) সঙ্গদোষ কাটিয়ে গঙ্গা জলে স্নান করুন। তারপরে বাকি জায়গায় গঙ্গাজল দেবেন। যে লোকটা আগাগোড়া একটা দুর্নীতির সঙ্গে জড়িত। বিজেপিতে বিজেপিকে ভালোবেসে যায়নি। বিজেপির কাঁধে চড়ে সিবিআই(CBI), ইডির গ্রেফতারি এড়াতে বিজেপিতে গিয়েছে। সিবিআইয়ের এফআইআরে শুভেন্দুর নাম আছে। বিজেপি একটা দেউলিয়া দল। তাঁদের নিজেদের কোনও নেতা নেই, সেখানে একটা দুর্নীতিগ্রস্ত, দলবদলু, সারদার অভিযুক্ত নেতার সঙ্গে যদি পথ চলে তাহলে তাঁদের গায়েই আরও কালি লাগছে।”

তবে শুধু বিজেপি নয়, একযোগে কংগ্রেস ও সিপিএমের(CPIM) বিরুদ্ধেও এদিন আক্রমণ শানাতে দেখা যায় কুণালকে। এদিন কুণাল আরও বলেন, “আমি খুব বিস্ময়ের সঙ্গে দেখছি বিজেপি, সিপিএম বা কংগ্রেসের নেতারা সকালে এক বিবৃতি দিচ্ছেন। বিকালে এক বিবৃতি দিচ্ছেন। দিশেহারার মতো আচরণ করছেন। গতকাল দুপুর অবধি অবধি ছিল পার্থর বিরুদ্ধে দল কেন ব্যবস্থা নিচ্ছে না তৃণমূল কংগ্রেস জবাব দাও। রাতে হয়ে গেল পার্থকে বলির পাঁঠা কেন করা হচ্ছে জবাব দাও।”