Deadbody Recovered: বিধ্বংসী অগ্নিকাণ্ডের একদিন পর শরাফ হাউজে মিলল প্রৌঢ়ের ঝলসে যাওয়া দেহ

Saraf House Fire: শ্যাম সুন্দর নামে ওই প্রৌঢ়ের দেহটি ভয়ঙ্করভাবে পুড়ে গিয়েছে। দেহ এতটাই ঝলসে গিয়েছে যে তা শনাক্ত করার কোনও উপায় ছিল না। তবে যেখানে তাঁর দেহ পড়ে ছিল, সেখানে একটি আধপোড়া আইডি কার্ড পাওয়া গিয়েছে। সেই আধপোড়া আইডি কার্ড দেখেই প্রৌঢ়ের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে।

Deadbody Recovered: বিধ্বংসী অগ্নিকাণ্ডের একদিন পর শরাফ হাউজে মিলল প্রৌঢ়ের ঝলসে যাওয়া দেহ
শরাফ হাউজ থেকে উদ্ধার দেহ
Follow Us:
| Edited By: | Updated on: May 11, 2023 | 9:16 PM

কলকাতা: বুধবার সকালে ভয়াবহ আগুন লেগেছিল রাজভবনের পাশে শরাফ হাউজে (Fire in Saraf House)। আগুন নেভাতে গিয়ে হিমশিম খেয়েছিল দমকলকর্মীরা। দশটিরও বেশি ইঞ্জিন ঘণ্টার পর ঘণ্টা ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। গতকালে সেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর বৃহস্পতিবার সন্ধেয় শরাফ হাউজ় থেকে উদ্ধার হল এক প্রৌঢ়ের দেহ (Dead body recovered)। শরাফ হাউজ়ের সার্ভার রুমের থেকে ওই প্রৌঢ়ের দেহ পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। মৃত ওই প্রৌঢ়ের নাম শ্যাম সুন্দর সাহা। বয়স ৬৫ বছর। বাড়ি উত্তর ২৪ পরগনার আগরপাড়াতে। গতকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। তারপর এদিন সন্ধেয় সার্ভাররুম থেকে পাওয়া যায় তাঁর দেহ।

শ্যাম সুন্দর নামে ওই প্রৌঢ়ের দেহটি ভয়ঙ্করভাবে পুড়ে গিয়েছে। দেহ এতটাই ঝলসে গিয়েছে যে তা শনাক্ত করার কোনও উপায় ছিল না। তবে যেখানে তাঁর দেহ পড়ে ছিল, সেখানে একটি আধপোড়া আইডি কার্ড পাওয়া গিয়েছে। সেই আধপোড়া আইডি কার্ড দেখেই প্রৌঢ়ের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই ব্যক্তি সেখানকার অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। তবে তাঁর কাজ ভাল হওয়ার কারণে, অবসরের পরেও তাঁকে সেখানে রেখে দেওয়া হয়েছিল। জানা যাচ্ছে, শ্যাম সুন্দর আগে এখানে কাজ করতেন। অবসর নিলেও সামান্য টাকায় রেখে দেওয়া হয়েছিল। জল, চা দিতেন সবাইকে। গতকালের অগ্নিকাণ্ডের পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না শ্যাম সুন্দরের। এদিন সন্ধেয় শরাফ হাউজ় থেকে তাঁর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। এদিন সন্ধেয় পুলিশ ঘটনাস্থলে এসে মৃত প্রৌঢ়ের দেহটি উদ্ধার করে নিয়ে যায়।

উল্লেখ্য, গতকাল যেখানে ওই বিধ্বংসী আগুন লেগেছিল, তার অনতিদূরেই রাজভবন। আগুন লাগার খবর পেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস স্বয়ং ছুটে গিয়েছিলেন ঘটনাস্থলে। আগুন নেভানোর কাজের তদারকি করেন, কথা বলেন দমকলকর্মীদের সঙ্গেও। রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুও সেখানে গিয়েছিলেন। পরে দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।