Bomb Scare: থানার অদূরে পড়ে গোলাকার বস্তু, টালায় বোমাতঙ্ক
বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে নিয়ে এসেছে।
কলকাতা: ভর সন্ধ্যায় বোমাতঙ্ক (Bomb Scare) শহরে। একেবারে উত্তর কলকাতায় (North Kolkata) টালা থানার অদূরে পড়ে সুতলি দড়ি দিয়ে পাকানো গোলাকার বস্তু। সোমবার রাতে এই গোলাকার বস্তুটি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকাবাসীর মধ্যে। গোলাকার এই বস্তুটি বোমা বলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টালা থানার পুলিশ ও বোম্ব স্কোয়াড বাহিনী।
পুলিশ জানায়, টালা থানা এলাকায় জে কে মিত্র রোডে বন্ধু মহল ক্লাবের পাশে একটি সুতলি দড়ি দিয়ে পাকানো গোলাকার বস্তু পড়ে থাকতে দেখা যায়। সেটি বোমা ভেবে আতঙ্ক ছড়ায় এলাকাবাসীর মধ্যে। বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে নিয়ে এসেছে। যদি সেটি বোমা নয় বলেই দাবি পুলিশের।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন রাত ৮টা নাগাদ টালা থানা এলাকার দত্ত বাগান অঞ্চলের জীবনকৃষ্ণ মিত্র রোডের ৪২ নম্বর বাড়ির সামনে সুতলি দড়ি দিয়ে পাকানো গোলাকার একটি বস্তু পড়ে থাকতে দেখা যায়। পথচলতি লোকজনের নজরেই প্রথম পড়ে বস্তুটি। অবিকল বোমার মতো দেখতে গোলাকার বস্তুটি দেখা মাত্রই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সেটি বোমা বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের। আতঙ্ক ছড়ায় ৪২ নম্বর বাড়ির সদস্য সহ এলাকাবাসীর মধ্যে। তাঁরাই টালা থানায় খবর দেন। খবর পেয়েই টালা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তারপর বোম্ব স্কোয়াডও ঘটনাস্থলে পৌঁছয় এবং গোলাকার বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা গোলাকার বস্তুটি বোমা বলে দাবি জানালেও পুলিশের তরফে তা খারিজ করে দেওয়া হয়েছে। সেটি বোমা নয় বলেই পুলিশের দাবি। তবে অবিকল বোমার মতো এই ধরনের জিনিস কী ভাবে এলাকায় এল, ভয় দেখানোর জন্য এটা ফেলা হল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। তবে পুলিশ গোলাকার বস্তুটি নিয়ে অভয় দিলেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।