ঘুড়ির নেশাই কাড়ল প্রাণ! রেলের তারের ওপর পড়ে বিস্ফোরণে মৃত্যু কিশোরের
ঘুড়ি ওড়াতে গিয়ে দুর্ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে চিনা মাঞ্জার জন্য দুর্ঘটনা দেখা গিয়েছে শহরে।
কলকাতা: ঘুড়ি ধরতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক কিশোর। রেলের ওভারহেড তারের ওপর পড়ে কার্যত ঝলসে গিয়েছেন ওই কৃষক। তোপসিয়ার বাসিন্দা ওই কিশোরের নাম বিক্রম পারিয়া। তাঁকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
ব্রিজের ওপর উঠে ঘুড়ি ওড়াচ্ছিল ওই কিশোর। ঘুড়ি ধরতে গিয়ে ব্রিজের ধারে চলে যায় সে। এরপর টাল সামলাতে না পেরে পড়ে যায় সে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারের ওপর পড়ে গেলে একটা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরই মাটিতে পড়ে যায় সে। তাঁর শরীরের একাংশ ঝলসে যায়। এরপর ওই কিশোরকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাস ৩ নম্বর রেলব্রিজে।
আরও পড়ুন: টিকায় পার্শ্ব প্রতিক্রিয়া হলে ক্ষতিপূরণ নিয়ে কী ভাবছে কেন্দ্র, ক্রমেই জোরাল হচ্ছে বিতর্ক
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্রিজের ওপর ও ভাবে ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ করে দেওয়া উচিৎ। প্রত্যক্ষদর্শীরা ওই দৃশ্য দেখে আতঙ্কে চেঁচামেচি শুরু করে। এরপরই আহত অবস্থায় তাকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই অস্ত্রোপচার করা হয়। তারপরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও আত্মীয়রা।