কোভিড পজিটিভ ব্রিটেন ফেরত যুবক, মধ্যরাতে খবর মিলতেই সরানো হল বাকি রোগীদের
বর্ষবরণের রাতে মোবাইলে হোয়াটসঅ্যাপে নতুন বছরের শুভেচ্ছা-ধ্বনির মধ্যেই স্বাস্থ্য ভবনের কর্তার ফোন পান বেলেঘাটা আইডি হাসপাতালের এক কর্তা। বার্তা ছিল, ব্রিটেন যোগে হুগলির বাসিন্দা এক যুবকের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে
কলকাতা: মধ্যরাতে ওয়ার্ড বদল! কলকাতায় ব্রিটেন ফেরত আরও এক যুবকের দেহে করোনা ভাইরাসের (Coronavirus) অস্তিত্ব মিলেছে। হুগলির বাসিন্দা ওই যুবককে বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID) স্থানান্তরের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য ভবন। কিন্তু ব্রিটেন ফেরত যুবক করোনা পজিটিভ হওয়ার পাশাপাশি তাঁর দেহে একই স্ট্রেন রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। যার প্রেক্ষিতে আইডি হাসপাতালে যুবককে ভর্তি করতে গিয়ে রাতারাতি ওয়ার্ডের ছ’জন কোভিড পজিটিভ রোগীকে অন্যত্র সরালেন বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষ।
বর্ষবরণের রাতে মোবাইলে হোয়াটসঅ্যাপে নতুন বছরের শুভেচ্ছা-ধ্বনির মধ্যেই স্বাস্থ্য ভবনের কর্তার ফোন পান বেলেঘাটা আইডি হাসপাতালের এক কর্তা। বার্তা ছিল, ব্রিটেন যোগে হুগলির বাসিন্দা এক যুবকের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। কিন্তু ব্রিটেনে উদ্ধার হওয়া ছোঁয়াচে স্ট্রেন রয়েছে কি না, সেই প্রশ্ন এখনও অধরা। স্বাভাবিকভাবে, কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন যুবকের মতো হুগলির বাসিন্দা ৩০ বছরের যুবককেও আইসোলেশনে রাখতে হবে। কিন্তু আক্রান্ত তো যেখানে থাকবেন সেখানে তো আর কোনও রোগীকে রাখা যাবে না! তাহলে করণীয় কী?
বেলেঘাটা আইডি হাসপাতালের জিবি ব্লকে ৫০ শয্যার একটি নন-এসি ওয়ার্ড রয়েছে। ঠিক হয়, সেখানে চিকিৎসাধীন ছ’জন রোগীকে আইবি ব্লকে সরানো হবে। মধ্যরাতের কাউন্টডাউন শেষে আক্ষরিক অর্থে তখন হ্যাপি নিউ ইয়ার! রাজ্য স্বাস্থ্য দফতরের এক চিকিৎসক জানান, স্থানান্তর প্রক্রিয়ার জন্য গভীর রাতে স্বাস্থ্যকর্মী জোগাড় করাই বিড়ম্বনার বিষয়। এদিকে দু’টি ওয়ার্ডের মধ্যে দূরত্ব রয়েছে যথেষ্ট। জরুরি বিভাগের কাছে জিবি বিল্ডিং অবস্থিত। সেখান থেকে আইডি হাসপাতালের সামনের দিকে অবস্থিত আইবি বিল্ডিংয়ে ভিআইপি ওয়ার্ডের সামনে থেকে লিফট ধরে দোতলায় আইবি থ্রি ওয়ার্ডে ছ’জন রোগীকে নিয়ে যেতে হয়। পাঁচজন স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করে সেই প্রক্রিয়া শেষ করা হয় বলে খবর।
কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন যুবকের বিমানে থাকা যাত্রীদের নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল স্বাস্থ্য দফতর। সেই সূত্রে হুগলির আটজনের নমুনা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে আরটি-পিসিআর পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। আটজনের মধ্যে তিরিশ বছরের যুবকের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। কোভিড আক্রান্ত সেই যুবকের দেহে উদ্বেগের স্ট্রেন রয়েছে কি না জানতে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিক্সে জিনোম সিকোয়েন্সের জন্য তাঁর দেহের নমুনা পাঠানো হয়েছে। সেই রিপোর্ট না আসা পর্যন্ত আইডি হাসপাতালের জিবি-৬ ওয়ার্ডে চিকিৎসাধীন থাকবেন আক্রান্ত যুবক। স্বাস্থ্য দফতরের একটি সূত্র জানাচ্ছে, প্রশাসক-পুত্রের বিমানে ২২২ জন যাত্রী ছিলেন। তাঁদের সকলের নমুনা পরীক্ষা করার কথা। ব্রিটেন-যোগে আর কোনও যাত্রী করোনা আক্রান্ত হলে তাঁদেরও এখন থেকে আইডি’তেই রাখা হবে।
বিগ ব্রেকিং: ভারতে প্রথম বিশেষজ্ঞ-অনুমোদন পেল অক্সফোর্ড ভ্যাকসিন
বেলেঘাটা আইডি হাসপাতালের অধ্যক্ষা অণিমা হালদার বলেন, “ব্রিটেন ফেরত কোভিড রোগীদের আইডি’তে রাখার সিদ্ধান্ত হয়েছে। জিবি-৫ মহিলা এবং জিবি-৬’এ পুরুষ রোগীদের রাখা হবে। তবে রোগীদের পরিষেবা দেওয়ার জন্য চিকিৎসক, নার্স এবং টেকনিসিয়ানের প্রয়োজন রয়েছে। করোনা রোগীদের চিকিৎসার প্রয়োজন কয়েকটি যন্ত্রও দরকার।”
আরও পড়ুন: শুভেন্দুর হাত ধরেই বিজেপিতে সৌমেন্দু, যোগ দিলেন আরও ১৪ বিদায়ী কাউন্সিলর