Britinia Company Closed: বাই বাই ব্রিটানিয়া! আসা তো দূর, বাংলায় তালা পড়ল আরও এক বড় শিল্পে
Britinia Company Closed: কোম্পানির তরফ থেকে কারখানা বন্ধের কারণ স্পষ্ট করে জানানো হয়নি। বিষয়টি নিয়ে কথা বলতে চাইছেন না কর্মীরা। কোম্পানিতে যাঁরা ১০ বছরের বেশি সময় ধরে কাজ করতেন, তাঁদের এক কালীন টাকা দিয়েছে কর্তপক্ষ। তাঁদেরকে এক কালীন ২২ লক্ষ ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
কোম্পানির তরফ থেকে কারখানা বন্ধের কারণ স্পষ্ট করে জানানো হয়নি। বিষয়টি নিয়ে কথা বলতে চাইছেন না কর্মীরা। ১০ বছরের বেশি সময় ধরে কাজ করতেন, তাঁদের এক কালীন টাকা দিয়েছে কর্তৃপক্ষ। তাঁদেরকে এক কালীন ২২ লক্ষ ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। ছ’ থেকে দশ বছরের নীচে যাঁরা চাকরি করেছেন, তাঁদেরকে ১৮ লক্ষ ৭৫ হাজার টাকা দিয়েছে কোম্পানি। তার নীচে যাঁরা চাকরি করেছেন, তাঁদেরকে ১৩ লক্ষ ২৫ হাজার টাকা করে দিয়েছে কোম্পানি। কিন্তু ২০০৪ সাল থেকে এই কোম্পানি ‘ক্যাজুয়াল স্টাফ’ নেওয়া শুরু করে। বর্তমানে এই কোম্পানিতে ২৫০ জন অস্থায়ী কর্মী রয়েছেন।
বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “এটা নতুন কিছু নয়। আগামী দিনে আরও কারখানা বন্ধ হবে , আর আসবেও না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শিল্পবিরোধী চিত্র তৈরি হয়েছে, যে দল তোলাবাজি করে, তার উপস্থিতিতে কখনই শিল্প আসবে না।” সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “বাংলার শিল্পে পরপর ধাক্কা। এর আগে একাধিকবার এই প্রসঙ্গ এসেছে। বিধানসভায় বলা হয়েছে, চাপ সৃষ্টি করা হয়েছে। শিল্পকে বাঁচানোর কোনও আগ্রহ নেই। ব্রিটানিয়া বাঙালির আবেগও বটে, বন্ধ হয়ে গেল।”