Local Train Cancellation : শনি-রবিবার হাওড়া-শিয়ালদায় বাতিল একগুচ্ছ লোকাল

Local Train Cancellation :শিয়ালদায় ক্যানিং শাখা, লক্ষ্মীকান্তপুর শাখা, বজবজ শাখা ও ডায়মন্ড হারবার শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল (Local Train)। একাধিক লোকাল বাতিল হাওড়া (Howrah Station) থেকেও।

Local Train Cancellation : শনি-রবিবার হাওড়া-শিয়ালদায় বাতিল একগুচ্ছ লোকাল
লোকাল ট্রেন
Follow Us:
| Edited By: | Updated on: Jan 27, 2023 | 9:24 PM

কলকাতা : কাজ হবে পার্ক সার্কাসের ফুট ব্রিজে। তার জেরে সপ্তাহান্তে শিয়ালদা (Sealdah) শাখায় বন্ধ হতে চলেছে একাধিক লোকাল ট্রেন (Local Train Cancelled)। ইতিমধ্যেই রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ট্রেন বাতিলের ব্যাপারে। শনিবার ও রবিবার রাত ১০টা ৪০ থেকে সকাল ৬টা ৪০ পর্যন্ত শিয়ালদা(দক্ষিণ)-বালিগঞ্জ পর্যন্ত বাতিল থাকছে একগুচ্ছ লোকাল ট্রেন। অন্যদিকে ট্রেন বাতিল থাকছে হাওড়া শাখাতেও। পূর্ব রেল সূত্রে খবর, সোমরাবাজার ও বেহুলা স্টেশনে রক্ষণাবেক্ষনের কাজ চলবে ২৯ জানুয়ারি। সে কারণে ব্যান্ডেল-কাটোয়া শাখায় সপ্তাহান্তে বাতিল থাকছে একগুচ্ছ লোকাল ট্রেন। 

শিয়ালদা থেকে বাতিল থাকছে কোন কোন ট্রেন ?

শিয়ালদায় ক্যানিং শাখা, লক্ষ্মীকান্তপুর শাখা, বজবজ শাখা ও ডায়মন্ড হারবার শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল। শনিবার ১০টা ৪০ থেকে সকাল ৬টা ৪০ পর্যন্ত বাতিলের তালিকায় রয়েছে ডাউন 34164 বজবজ-শিয়ালদা লোকাল। আপ 34163 শিয়ালদা-বজবজ লোকাল। বাতিল থাকছে আপ 34857 শিয়ালদা-ডায়মন্ডহারবার লোকাল। বাতিল ডাউন 34858 ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল। আপ 34757 শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল। ডাউন 34752 লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা লোকাল। আপ  34557 শিয়ালদা-ক্যানিং লোকাল। ডাউন 34552 ক্যানিং-শিয়ালদা লোকাল। 

রবিবার রাতে বাতিল থাকছে আপ 34113 শিয়ালদা-বজবজ লোকাল। ডাউন 34114 বজবজ-শিয়ালদা লোকাল। বাতিল থাকছে আপ 34815 শিয়ালদা-ডায়মন্ডহারবার লোকাল। বাতিল ডাউন 34818 ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল। আপ 34711, 34715 শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল। ডাউন 34714, 34718 লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা লোকাল। আপ 34511 শিয়ালদা-ক্যানিং লোকাল। ডাউন 34354 ক্যানিং-শিয়ালদা লোকাল। বাতিল থাকছে ডাউন 34412 সোনারপুর-শিয়ালদা লোকাল। আপ 34411 শিয়ালদা-সোনারপুর লোকাল। আপ 34611 শিয়ালদা-বারুইপুর লোকাল। ডাউন 34612 বারুইপুর-শিয়ালদা লোকাল।

হাওড়া থেকে বাতিলের খাতায় থাকছে কোন কোন ট্রেন ? 

শনিবার হাওড়া থেকে বাতিল 37925 আপ লোকাল। ব্যান্ডেল থেকে বাতিল ডাউন 37757 লোকাল। অন্যদিকে রবিবার হাওড়া থেকে বাতিলের খাতায় থাকছে  37911, 37913, 37915, 37917, 37919, 37921 আপ লোকাল। কাটোয়া থেকে বাতিল 37914, 37916, 37918, 37920, 37922, 37924, 37926, 37744, 37746, 37748, 31112, 37750, 37752। ব্যান্ডেল থেকে বাতিল থাকছে 37747, 37749, 37751, 37753, 31111 ডাউন লোকাল।