Pingla Physical Harassment: পিংলার ধর্ষণেও মহিলা আইপিএসের তত্ত্বাবধানে তদন্ত, কম্পালসরি ওয়েটিং-এ থাকা পারুলকুশ জৈনকে দায়িত্ব দিল হাইকোর্ট

Calcutta High Court: প্রায় তিন মাস কম্পালসরি ওয়েটিং-এ রয়েছেন ডিআইজি পারুলকুশ জৈন। এবার তাঁর তত্ত্বাবধানেই বলে পিংলার ধর্ষণের তদন্ত। এছাড়া শান্তিনিকেতন, ময়নাগুড়ি, নেত্রা সহ সব ধর্ষণ মামলাতেই ২ মে তদন্তে অগ্রগতির রিপোর্ট তলব করেছে হাইকোর্ট।

Pingla Physical Harassment: পিংলার ধর্ষণেও মহিলা আইপিএসের তত্ত্বাবধানে তদন্ত, কম্পালসরি ওয়েটিং-এ থাকা পারুলকুশ জৈনকে দায়িত্ব দিল হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট
Follow Us:
| Edited By: | Updated on: Apr 23, 2022 | 10:17 AM

কলকাতা : এবার পিংলার ধর্ষণের মামলাতেও মহিলা আইপিএসের তত্ত্বাবধানে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আইপিএস পারুলকুশ জৈনের নেতৃত্বে তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। তদন্ত প্রক্রিয়া চলবে আদালতের নজরদারিতেই। আগামী ২ মে তদন্তের রিপোর্ট দিতে হবে সব ঘটনার। উল্লেখ্য, প্রায় তিন মাস কম্পালসরি ওয়েটিং-এ রয়েছেন ডিআইজি পারুলকুশ জৈন। এবার তাঁর তত্ত্বাবধানেই বলে পিংলার ধর্ষণের তদন্ত। এছাড়া শান্তিনিকেতন, ময়নাগুড়ি, নেত্রা সহ সব ধর্ষণ মামলাতেই ২ মে তদন্তে অগ্রগতির রিপোর্ট তলব করেছে হাইকোর্ট।

উল্লেখ্য, শুক্রবার সকালেই নামখানার ঘটনার ক্ষেত্রেও দেখা গিয়েছিল প্রধান বিচারপতি বলেছিলেন, নামখানার ঘটনা অত্যন্ত গুরুতর। সেক্ষেত্রে কেবল পুলিশের তদন্তে বিষয়টি হবে না এবং সেই কারণেই দময়ন্তী সেনের উপর নামখানার ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এর আগেই মাটিয়া সহ রাজ্যের আরও চারটি ধর্ষণের তদন্তের দায়িত্ব দেওয়া রয়েছে। এদিকে পিংলার যে ঘটনা রয়েছে, তাতে তৃণমূল কংগ্রেসের এক নেতার নাম উঠে এসেছে। এক্ষেত্রে পিংলার তদন্ত যদি শুধু পুলিশের তরফ থেকে করা হয়, তাহলে বিষয়টি নিরপেক্ষ নাও হতে পারে। পুলিশকর্মীদের উপর চাপ থাকতে পারে। সেই কারণেই এই ঘটনার তদন্ত কারও পর্যবেক্ষণ বা তত্ত্বাবধানে করা প্রয়োজন বলে মনে করছে হাইকোর্ট।

এই পরিস্থিতিতে পিংলার ধর্ষণের তদন্তের দায়িত্বও যদি দময়ন্তী সেনের উপর দেওয়া হয়, তাহলে তাঁর উপর বাড়তি চাপ তৈরি হতে পারে। সব দিক বিবেচনা করে আদালতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের তরফে আইপিএস পারুলকুশ জৈনের তত্ত্বাবধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পারুলকুশ জৈনকে কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হয়েছিল। সেখান থেকে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। আদালত মনে করছেন, শুধুমাত্র পুলিশি তদন্ত হলে সেক্ষেত্রে আলাদা চাপ থাকতে পারে, ধর্ষিতার পরিবাররা হুমকি শিকার হতে পারেন। এই পরিস্থিতিতে আইপিএস পারুলকুশ জৈনের নেতৃত্বে পিংলার ধর্ষণের তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এর পাশাপাশি আদালত আরও জানিয়েছে, সাম্প্রতিককালে যে ধর্ষণের ঘটনাগুলি ঘটেছে, তাঁদের পরিবারকে আর্থিক সাহায্যের বিষয়টিও বিবেচনা করবে রাজ্য সরকার।

আরও পড়ুন : Suvendu Adhikari: বিধানসভা ভোটের ফলঘোষণার রাতে প্রাণঘাতী হামলার অভিযোগ, NIA ও CBI তদন্তের দাবিতে হাইকোর্টে যাচ্ছেন শুভেন্দু