HC: পুলিশের ভূমিকা খতিয়ে দেখবে CBI, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
HC: মুরুটিয়া থানার এই ঘটনায় পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করতেও আদালত নির্দেশ দিয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সুপারকে। পুলিশ হেফাজতে মৃত্যুর মামলায় এর আগে বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চে শুনানি হয়। ১৮ সেপ্টেম্বর থানার তদন্তে অসন্তোষ প্রকাশ করে সরাসরি পুলিশ সুপারকে তদন্ত করার নির্দেশ দিয়েছিল আদালত।
কলকাতা: পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ। আর সেই ঘটনাকে ধামাচাপা দিতে আরও বড় অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। এবার সেই মামলার তদন্ত করবে সিবিআই। পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ ধামাচাপা দিতে মৃতের পরিবার ও আত্মীয়দের অন্য একটি খুনের মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেই দু’টি খুনের ঘটনা এবং পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে নদিয়ার পুলিশ সুপারকেও এই রায়ের কপি পাঠানোর নির্দেশ দিয়েছে বিচারপতি চিত্তরঞ্জন দাশ ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ।
মুরুটিয়া থানার এই ঘটনায় পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করতেও আদালত নির্দেশ দিয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সুপারকে। পুলিশ হেফাজতে মৃত্যুর মামলায় এর আগে বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চে শুনানি হয়। ১৮ সেপ্টেম্বর থানার তদন্তে অসন্তোষ প্রকাশ করে সরাসরি পুলিশ সুপারকে তদন্ত করার নির্দেশ দিয়েছিল আদালত। পুলিশ সুপার বর্তমানে সেই তদন্ত চালাচ্ছে।
অন্যদিকে পুলিশ হেফাজতে মৃত ব্যক্তির স্ত্রীকে অন্য একটি খুনের মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগে জামিনের মামলা উঠেছিল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। সেই মামলায় ডিভিশন বেঞ্চ যে পর্যবেক্ষণ দিয়েছিল তাতে পুলিশের বিরুদ্ধে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগে সারবত্তা আছে বলে ইঙ্গিত ছিল আদালতের রায়ে। বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চ আগাম জামিনের শুনানিতে সিবিআইকে দ্রুত নথি হাতে নেওয়ার নির্দেশ দেয়। তার পরের দু’মাসের মধ্যে গোটা তদন্ত করে রিপোর্ট দিতে হবে আদালতে।