Calcutta High Court: ‘হাইকোর্টের বিচারপতি ও আইনজীবীরা বোকা নন’ মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Calcutta High Court: বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন আরও বলেন, 'যাঁরা ভগবান কে বুঝতে পারছেন না, তাঁরা ঠাকুর ঘরে গিয়ে দেখুন। ভগবান চিনে যাবেন।' এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীকে তিনি আরও বলেন, 'কেলেঙ্কারি হচ্ছে, দেখুন।'

Calcutta High Court: 'হাইকোর্টের বিচারপতি ও আইনজীবীরা বোকা নন' মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়Image Credit source: টিভি নাইন বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2023 | 9:35 PM

কলকাতা: হাইকোর্টে এক রকম, সুপ্রিম কোর্টে আবার অন্য রকম? রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের দুই আদালতে এমন ভিন্ন অবস্থান কেন? এসএসসি একাদশ-দ্বাদশের ওএমআর শিট সংক্রান্ত বিষয়ে ববিতা সরকারের মামলায় প্রশ্ন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের। মামলাকারীর আইনজীবীর অভিযোগ, কমিশনের হাইকোর্টে যে অবস্থান ছিল, সুপ্রিম কোর্টে গিয়ে তা কিছুটা বদলে গিয়েছে। যদিও কমিশনের তরফে আইনজীবী সেই অভিযোগের আপত্তি জানান। আর তারপরই কমিশনের চেয়ারম্যানের বক্তব্য তলব করা হয় আদালত থেকে। বিচারপতি আরও মন্তব্য করেন, হাইকোর্টের বিচারপতি ও আইনজীবীরা কেউ বোকা নন।

বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন আরও বলেন, ‘যাঁরা ভগবান কে বুঝতে পারছেন না, তাঁরা ঠাকুর ঘরে গিয়ে দেখুন। ভগবান চিনে যাবেন।’ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীকে তিনি আরও বলেন, ‘কেলেঙ্কারি হচ্ছে, দেখুন।’ এদিন আদালতে সুপ্রিম কোর্টে রেকর্ডেড সওয়ালও শোনেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শীর্ষ আদালতের শুনানির ভিডিয়ো চালিয়ে দেখানো হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। স্কুল সার্ভিস কমিশন এর আগে হাইকোর্টে যে বক্তব্য বলেছিল, সেই অবস্থান কোনও চাপের মধ্যে নেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন বিচারপতির। এসএসসি চেয়ারম্যান যাতে বিষয়টি স্পষ্ট করে জানান, সেই কথাও বলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়।

উল্লেখ্য, সম্প্রতি সুপ্রিম কোর্টের সম্মতি পাওয়ার পর এসএসসির তরফে একাদশ-দ্বাদশের ৯০৭ জন শিক্ষকের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এই সংক্রান্ত মামলাটি প্রথমে ছিল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের একক বেঞ্চে। পরে সেটি যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সেখানেও একক বেঞ্চের নির্দেশই বহাল রাখা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টে সেই নির্দেশে কিছুটা বদল হয়। ৯০৭ জনের নাম, রোল নম্বরের তালিকা প্রকাশের ক্ষেত্রে শীর্ষ আদালতের কোনও আপত্তি ছিল না। তবে ওএমআর শিট জনসমক্ষে আনার বদলে মুখবন্ধ খামে আদালতে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।