Justice Abhijit Ganguly: সোমবারও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে নিয়োগ দুর্নীতির মামলা, এখনও পর্যন্ত রোস্টার এটাই
Calcutta High Court: সোমবার হাইকোর্টে কোন কোন মামলা উঠবে, সেই তালিকা প্রকাশিত হয়েছে শনিবার সন্ধেয়। সেই তালিকা বলছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যে যে মামলার শুনানি হওয়ার কথা ছিল, সেগুলি এখনও পর্যন্ত সরানো হয়নি। অর্থাৎ, এখনও পর্যন্ত শুনানিতে কোনও বদল হয়নি।
কলকাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পর সব নজর কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দিকে। অভিষেক সংক্রান্ত মামলা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) একক বেঞ্চ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ওই মামলা শুনবেন অন্য কোনও বিচারপতি। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায় গতকাল সাংবাদিক মাধ্যমের মুখোমুখি হয়ে আরও এক সম্ভাবনার কথা তুলে ধরেছিলেন। তাঁর ধারণা, দুর্নীতি সংক্রান্ত অন্যান্য মামলাও তাঁর এজলাস থেকে সরে যেতে পারে। তবে সোমবার হাইকোর্টে কোন কোন মামলা উঠবে, সেই তালিকা প্রকাশিত হয়েছে শনিবার সন্ধেয়। সেই তালিকা বলছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যে যে মামলার শুনানি হওয়ার কথা ছিল, সেগুলি এখনও পর্যন্ত সরানো হয়নি। অর্থাৎ, এখনও পর্যন্ত শুনানিতে কোনও বদল হয়নি। সোমবারের সবক’টি মামলাই শুনবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যদিও তালিকা পরবর্তীতে বদল হওয়ার সম্ভাবনাও থাকছে। সেক্ষেত্রে সোমবারই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।
গতকাল যখন থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বেঞ্চের শুনানি প্রসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা প্রকাশ্যে এসেছে, তখন থেকেই শোরগোল গোটা রাজ্যে। ধর্মতলায় আন্দোলনরত চাকরিপ্রার্থীদের মধ্যে এক হতাশার দৃশ্যও ফুটে উঠেছে। রাজনীতিকদের মধ্যেও এক মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। যেমন, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ স্বাগত জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশকে। আবার বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন দুর্ভাগ্যজনক।
এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ প্রকাশ্যে আসার পর গতকালই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শীর্ষ আদালতের সেক্রেটারি জেনারেলের থেকে তাঁর দেওয়া ইন্টারভিউয়ের অফিশিয়াল ট্রান্সলেশন এবং রেজিস্ট্রার জেনারেলের হলফনামা চেয়ে পাঠিয়েছিলেন। গতকাল রাত ১২টার মধ্যে সেটি পাঠানোর নির্দেশ দিয়েছিলেন তিনি। সেই নথির জন্য গতকাল রাত ১২ টা ১৫ মিনিট পর্যন্ত হাইকোর্টে নিজের চেম্বারে অপেক্ষা করবেন বলেও জানিয়েছিলেন তিনি। কিন্তু, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশের উপরেও স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের এই নির্দেশের পর গতকাল রাত ৮টায় সুপ্রিম কোর্টে স্পেশাল বেঞ্চ বসেছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি হিমা কোহলির স্পেশাল বেঞ্চ গতরাতে স্থগিতাদেশ দিয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের সেই নির্দেশের উপর।