Calcutta High Court: আদালতের নির্দেশ সত্ত্বেও শিক্ষকের বদলি নিয়ে গড়িমসি! স্কুলের প্রেসিডেন্টকে সরাতে নির্দেশ বিচারপতির

হাইকোর্টের নির্দেশ সত্তেও এক বছর আগে শিক্ষলের বদলির নির্দেশ দেওয়ার পরও না করায় স্কুলের প্রেসিডেন্টকে অবিলম্বে সরাতে নির্দশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Calcutta High Court: আদালতের নির্দেশ সত্ত্বেও শিক্ষকের বদলি নিয়ে গড়িমসি! স্কুলের প্রেসিডেন্টকে সরাতে নির্দেশ বিচারপতির
কলকাতা হাইকোর্টImage Credit source: নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2023 | 5:23 PM

কলকাতা: এক শিক্ষকের বদলি নিয়ে এক বছর আগে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশের এক বছরেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। আদালতের নির্দেশ কার্যকর করতে স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতে ক্ষুব্ধ হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার ওই স্কুলের প্রেসিডেন্টকেই সরানোর নির্দেশ দিলেন তিনি।

দার্জিলিং জেলার খড়িবাড়ি ব্লকে রয়েছে বাতালি শাস্ত্রীজি হাইস্কুলে। ওই স্কুলে বাংলার শিক্ষক রামপ্রসাদ মণ্ডল। এক বছরের বেশি সময় আগে তিনি বদলির আবেদন করেছিলেন। উৎশ্রীতে আবেদন করার পরও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। কোনও কারণ ছাড়াই স্কুলের ম্যানেজিং কমিটি বদলির আবেদন বাতিল করে দিচ্ছিল বলে অভিযোগ ওই শিক্ষকের। বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন ওই শিক্ষক। সেই আবেদনের প্রেক্ষিতে গত বছর মার্চ মাসে নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু তা করা হয়নি বলে অভিযোগ।

ওই স্কুলের প্রধান শিক্ষিকা এ দিন উপস্থিত ছিলেন আদালতে। স্কুলের তরফে আইনজীবী বিক্রমাদিত্য ঘোষ জানান, টেকনিক্যাল সমস্যায় বদলির আবেদন প্রসেস করা হয়নি। ওই স্কুলের প্রেসিডেন্টও এক জন আইনজীবী। আদালতের নির্দেশ দেখার পরও কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ হন বিচারপতি। তিনি স্কুল প্রেসিডেন্টকে অযোগ্য বলেছেন। এবং তাঁকে সরাতে ডিআই-কে নির্দেশ দিয়েছে। প্রেসিডেন্টকে সরানো নিয়ে বিচারপতি বলেছেন, “অযোগ্য প্রেসিডেন্টের পদে থাকার অধিকার নেই।” পাশাপাশি বদলির অনুমতি দিয়ে সাত দিনের মধ্যে ডিআই-কে নথি পাঠাতে নির্দেশ দিয়েছেন।