Calcutta High Court: ময়নাতদন্তের অভিজ্ঞতা ছাড়াই MBBS পাশ কীভাবে! বিস্মিত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ
Calcutta High Court: জয়নগরে নাবালিকাকে খুন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই মামলায় আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দেখা যায়, এইমসে পরিকাঠামো নেই। সেই কারণেই এবার প্রশ্ন তুলেছে আদালত। শেষ পর্যন্ত জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত করাতে হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
কলকাতা: জয়নগর মামলায় কল্যাণী এইমস (AIIMS)-এর পরিকাঠামো নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। এইমস-এর মতো একটি হাসপাতালে ময়নাতদন্ত করার মতো পরিকাঠামো নেই কেন? শুনানিতে সেই প্রশ্ন করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতির প্রশ্ন, এইমস (AIIMS) তৈরি হওয়ার পরও মানুষ কেন চিকিৎসার জন্য ভেলোর যাবে?
কল্যাণী এইমসে অপারেশন থিয়েটার আছে কি না, ক’টা অপারেশন হয়েছে, তা জানতে চান বিচারপতি। তিনি উল্লেখ করেন, শেষ পাঁচ বছর ধরে ছাত্ররা পড়াশোনা করছে ওই এইমস-এ। ময়নাতদন্তের অভিজ্ঞতা ছাড়া কীভাবে তাঁরা এমবিবিএস (MBBS) পাশ করে বেরবে, এ বিষয়ে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি। দিল্লির মতো না হোক, অন্তত হৃষিকেশ এইমস (AIIMS)-এর মতো পরিকাঠামো তৈরি করার কথা বলেন বিচারপতি ঘোষ।
জয়নগরে নাবালিকাকে খুন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই মামলায় আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দেখা যায়, এইমসে পরিকাঠামো নেই। সেই কারণেই এবার প্রশ্ন তুলেছে আদালত। শেষ পর্যন্ত জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত করাতে হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
বিচারপতির নির্দেশ, রাজ্যের তরফ থেকে যে যে ক্ষেত্রে অনুমোদন দিতে হবে, রাজ্য সেটা দিয়ে সাহায্য করবে, কোনও বাধা তৈরি করা যাবে না। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে সব কাজ সম্পন্ন করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে প্রশ্ন উঠেছে, নিম্ন আদালতে অভিযুক্তের হয়ে আইনজীবী দাঁড়াচ্ছেন কি না? না দাঁড়ালে ভবিষ্যতে সমস্যা হবে বলে মন্তব্য করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। রাজ্য বিষয়টা নিশ্চিত করবে বলে জানিয়েছে।