Arjun Singh at High Court: অর্জুনের বাড়ির দিকে তাক করা ৮২টি সিসিটিভি! রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

Arjun Singh at High Court: অর্জুনের অভিযোগ, তাঁর বাড়ির চারপাশে যে সিসিটিভি বসানো হয়েছে, সেগুলি সব তাঁর বাড়ির দিকে মুখ করে লাগানো রয়েছে। কোনও ক্যামেরার অভিমুখ রাস্তার দিকে নয়। তাঁর বাড়িতে কে যাচ্ছে-আসছে তার ওপরেও নাকি নজরদারি চালানো হচ্ছে।

Arjun Singh at High Court: অর্জুনের বাড়ির দিকে তাক করা ৮২টি সিসিটিভি! রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট
হাইকোর্টে মামলা করেছেন অর্জুন সিংImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 09, 2024 | 1:49 PM

কলকাতা: সদ্য তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিজেপির প্রার্থী হয়েছেন অর্জুন সিং। লোকসভায় প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পরই ব্যারাকপুরের দাপুটে নেতা দাবি করেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। শুধু তাঁর ওপর নয়, তাঁর বাড়িতে কারা যাচ্ছে-আসছে, তার ওপরেও নাকি নজর রাখা হচ্ছে। এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এবার সেই মামলায় দু’পক্ষের কাছ থেকেই রিপোর্ট চাইল হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে চলছে সেই মামলা। অর্জুন অভিযোগ করেছিলেন, ৮২টি সিসিটিভি তাঁর বাড়ির দিকে তাক করে বসানো হয়েছে।

বিচারপতি সেনগুপ্ত এদিন নির্দেশ দিয়েছেন, অর্জুন সিং-এর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-কে এই অভিযোগ নিয়ে একটি রিপোর্ট দিতে হবে হাইকোর্টে। অন্যদিকে, রাজ্য যে দাবি করছে, সেটা নিয়েও রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে আদালতের তরফে। আগামী ২৪ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।

অর্জুনের অভিযোগ, তাঁর বাড়ির চারপাশে যে সিসিটিভি বসানো হয়েছে, সেগুলি সব তাঁর বাড়ির দিকে মুখ করে লাগানো রয়েছে। কোনও ক্যামেরার অভিমুখ রাস্তার দিকে নয়। ব্যাক্তিগত নজরদারির জন্য এইভাবে ক্যামেরা বসানো হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

রাজ্য এদিন আদালতে দাবি করেছে, এই ঘটনা নতুন নয়। ২০২১ সালে ওই সব ক্যামেরা বসানো হয়েছিল অর্জুনের বাড়ির চারপাশে। ২০২২ সালে তিনি তৃণমূলের যোগ দিয়েছিলেন। রাজ্যের আরও দাবি, ওই এলাকায় ভয়ঙ্কর অশান্তি ও গোলমালের নজির আছে। বিজেপিতে থাকাকালীন ওই ক্যামেরা লাগানো হলেও তখন তিনি বাধা দেননি কেন, সেই প্রশ্ন তুলেছে রাজ্য।

শুনানিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গও উঠে আসে এদিন। তাঁর বাড়ির দিকে তাক করেও সিসিটিভি ক্যামেরা বসানোর অভিযোগ ওঠে। পরে আদালতের নির্দেশ সে সব সরানো হয়েছিল।