‘এটা কী হচ্ছে?’ আদালতের নির্দেশের তোয়াক্কা না করে হাইকোর্টের তোপের মুখে বিশ্বভারতী

আদালতে তীব্র ভর্ৎসনার সম্মুখীন হলেন বিশ্বভারতীর আইনজীবী।

'এটা কী হচ্ছে?' আদালতের নির্দেশের তোয়াক্কা না করে হাইকোর্টের তোপের মুখে বিশ্বভারতী
অলংকরণ: অভীক দেবনাথ
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2021 | 4:40 PM

কলকাতা: হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও তা মানছে না বিশ্বভারতী কর্তৃপক্ষ! যা নিয়ে এ বার আদালতে তীব্র ভর্ৎসনার সম্মুখীন হলেন বিশ্বভারতীর আইনজীবী। আদালত বিরক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের আইনজীবীর কাছে জানতে চায়, “এটা কী হচ্ছে?”

ঘটনা হচ্ছে, মঙ্গলবার কলকাতা হাইকোর্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শ্রুতি বন্দ্যোপাধ্যায়ের ছুটি সংক্রান্ত সমস্যার মামলার পরিপ্রেক্ষিতে নির্দেশ দিয়ে জানায়, বিশ্বভারতীর কর্মসমিতির কাছেই এই সংক্রান্ত সমস্যার শুনানি হবে। সেক্ষেত্রে কর্মসমিতির মোট ১৯ জন সদস্যের মধ্যে ন্যূনতম ৬ জন সদস্যকে উপস্থিত থাকতে হবে।

আদালতের এই নির্দেশ সত্ত্বেও মঙ্গলবার বিশ্বভারতীর পক্ষ থেকে ফের নোটিস দিয়ে জানানো হয়, এক সদস্যের কমিটির কাছে বুধবার বিকেল ৪ টের সময় ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে হাজির হতে হবে শ্রুতি বন্দ্যোপাধ্যায়কে। বিশ্বভারতীর এই নোটিসকে পালটা চ্যালেঞ্জ জানিয়ে রাতারাতি ফের হাইকোর্টের দ্বারস্থ হন আবেদনকারী। যা দেখে বিচারপতি অমৃতা সিনহা বিশ্বভারতীর আইনজীবীকে প্রশ্ন করেন, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও তা অমান্য করে বিশ্বভারতী কী ভাবে এই নোটিশ জারি করে? বিচারপতির আরও প্রশ্ন, যেখানে কর্মসমিতির ন্যূনতম সদস্যের কথা নির্দেশিকায় উল্লেখ আছে, সেখানে একজন সদস্যের মাধ্যমে কী ভাবে ভার্চুয়ালি ওই শুনানি সিদ্ধান্ত গ্রহণ করা হয়?

বিচারপতির এই প্রশ্নের জবাব দিতে পারেননি বিশ্বভারতীর আইনজীবী। তিনি আদালতের কাছে সময় চান। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, মঙ্গলবার ১০ অগস্ট বিশ্বভারতী যে নোটিশ জারি করেছে, সেই নোটিসের উপরে স্থগিতাদেশ বজায় থাকবে আগামী ২০ অগস্ট পর্যন্ত। ইতিমধ্যেই বিশ্বভারতীকে জানাতে হবে কেন কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও তারা এই ধরনের নোটিস ইস্যু করল। মামলার শুনানি গ্রহণ করা হবে ১৬ অগস্ট। আরও পড়ুন: ‘নিয়মের বাইরে কাজ করতে পারেন না উপাচার্য,’ শিক্ষিকার মামলায় ভর্ৎসনা হাইকোর্টের