Anubrata Mondal : অনুব্রতর বিরুদ্ধে কী কী মামলা, হাইকোর্টের নোটিস বীরভূমের পুলিশ সুপারকে

Anubrata Mondal : বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠির কাছে চলে গিয়েছে কোর্ট অর্ডার। তাঁর কাছে থেকে চাওয়া হয়েছে অনুব্রত সংক্রান্ত যাবতীয় মামলার তথ্য।

Anubrata Mondal : অনুব্রতর বিরুদ্ধে কী কী মামলা, হাইকোর্টের নোটিস বীরভূমের পুলিশ সুপারকে
অনুব্রত মণ্ডল
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2022 | 10:02 PM

কলকাতা ও বীরভূম : অনুব্রতর মণ্ডলের (Anubrata Mondal) জামিন করাতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন তাঁর আইনজীবী কপিল সিব্বল।  শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানি। তবে এদিনও মেলেনি জামিন। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৩ জানুয়ারি। এরইমধ্যে অনুব্রত মণ্ডলের জীবনের সমস্ত পুলিশ কেসের ডিটেলস চেয়ে পাঠাল কলকাতা হাইকোর্ট। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কী কী মামলা রয়েছে জানতে চায় হাইকোর্ট। এখনও পর্যন্ত কোন কোন মামলা বিচারাধীন রয়েছে, নতুন কী এফআইআর হয়েছে অনুব্রতর নামে তা জানতে চেয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচী। পাশাপাশি আসানসোলের বিশেষ আদালতের বিচারকের হুমকি পাওয়ায় যে অভিযোগ উঠেছিল সে প্রসঙ্গও এদিন ওঠে আদালতে। এ প্রসঙ্গে রাজ্য কীভাবে তদন্তপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চাইছে তাও জানতে চায় রাজ্যের উচ্চ আদালত। 

কলকাতা হাইকোর্টের এই নয়া নির্দেশ নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠির কাছে চলে গিয়েছে নির্দেশিকা। তাঁর কাছে থেকে চাওয়া হয়েছে অনুব্রত সংক্রান্ত যাবতীয় মামলার তথ্য। আগামী দু’তারিখের মধ্যে আদালতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে হওয়া সমস্ত মামলার নথি, বিচারাধানী কেসগুলির অগ্রহতি, পুলিশ কী কী ব্যবস্থা গ্রহণ করেছে সমস্ত তথ্য আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত কাগজের সার্টিফাইড কপি জমা দিতে হবে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, নগেন্দ্র ত্রিপাঠির কাছে কোর্ড অর্ডার পৌঁছাতেই নতুন করে অনুব্রতর কেস ফাইল ঘাঁটাঘাঁটি শুরু করে দিয়েছে বীরভূম পুলিশ।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সম্প্রতি বীরভূমের দুবরাজপুরে একটি এফআইআর দায়ের হয়েছে। পুরনো সেই মামলায় খুনের চেষ্টার অভিযোগ রয়েছে অনুব্রতর বিরুদ্ধে। এই মামলাতেই তাঁকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। রয়েছেন পুলিশ হেফাজতে। সূত্রের খবর, এই মামলারও কেস ডায়েরি চেয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচী। এখন দেখার সমস্ত তথ্যাদি বিচার করার পর আগামী ৩ জানুয়ারি অনুব্রতর জামিন মামলার শুনানি কোনদিকে মোড় নেয়।