Calcutta High Court: ১৫ বছরের পুরনো বাসের ভবিষ্যৎ কী? এবার বাস মালিকদের পক্ষেই আদালতে রাজ্য
Calcutta High Court: বাস মালিকদের দাবি যুক্তি সংগত বললেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আদালতে বাস মালিকদের দাবির পক্ষে আবেদন জানাবে রাজ্য সরকার। সোমবার পরিবহন ভবনে, মন্ত্রী এবং পরিবহন সচিবের সঙ্গে বৈঠক করেন জয়েন্ট ফোরাম অফ ট্রান্সপোর্ট অপারেটরস।
কলকাতা: আদালতে যাবে রাজ্য সরকার। পনেরো বছরের পুরোনো বাস বাতিল নিয়ে বাস মালিক সংগঠন গুলির পক্ষে আদালতে যাবে রাজ্য। বাম আমলে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশের ভিত্তিতে পনেরো বছরের পুরোনো বাস কলকাতা পৌর এলাকায় বাতিল করার নির্দেশিকা দেয় পরিবহন দফতর। বাম আমলের সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে আগামী সপ্তাহে উচ্চ আদালতে যাচ্ছে বাস মালিক সংগঠনগুলি।
বাস মালিকদের দাবি যুক্তি সংগত বললেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আদালতে বাস মালিকদের দাবির পক্ষে আবেদন জানাবে রাজ্য সরকার। সোমবার পরিবহন ভবনে, মন্ত্রী এবং পরিবহন সচিবের সঙ্গে বৈঠক করেন জয়েন্ট ফোরাম অফ ট্রান্সপোর্ট অপারেটরস। তাঁরা অভিযোগ করেন, রাস্তা দখল হয়ে যাওয়ায় দুর্ঘটনা বাড়ছে। সেই সঙ্গে অপরিকল্পিত বাসের টাইম টেবিল দুর্ঘটনার কারণ।
মন্ত্রী দুটো বিষয় খতিয়ে দেখার আশ্বাস দেন। প্যানিক বাটন বা ভেহিকল ট্রাককিং সিস্টেম লাগানোর পরেও কাজ করছে না বলে অভিযোগ পরিবহন মালিক সংগঠনগুলির। সেই অভিযোগের উত্তরে মন্ত্রী পরামর্শ দেন, যে সংস্থা ওই ডিভাইস লাগিয়েছে তাদের সঙ্গে মালিকদের যোগাযোগ করতে। স্নেহাশিস চক্রবর্তী বলেন, “আমাদের রাজ্যে দুর্ঘটনার পরিমাণ অন্য রাজ্যের থেকে কম। কারণ এখানে ট্রাফিক আইন অনেকটা কড়া। তবে এটায় আমরা সন্তুষ্ট নই। একটা দুর্ঘটনাও কাম্য নয়। তাই একটু যদি সকলে নিয়ন্ত্রণে গাড়ি চালান। দুর্ঘটনা এড়ানো সম্ভব।”