Partha Chatterjee: এবার জামিন পাবেন তো পার্থ? মামলা গেল বিচারপতি চক্রবর্তীর এজলাসে
Partha Chatterjee: আদালতে দু-পক্ষের আইনজীবী উপস্থিত থাকলেও জটিলতা না কাটায় এর আগে শুনানি স্থগিত হয়ে যায়। ৫ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।
কলকাতা: দেখতে দেখতে আড়াই বছর কেটে গিয়েছে, এখনও প্রেসিডেন্সি জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বারবার আদালতে জামিনের আবেদন জানিয়েছেন তিনি। অসুস্থতা সহ নানা যুক্তি দিয়েছেন তাঁর আইনজীবী। কোনও কিছুতেই কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত জামিনের মামলা উঠলেও দুই বিচারপতির মতের অমিল হওয়ায় আটকে যায় জামিন। স্থগিত হয়ে যায় মামলা। এবার নতুন বেঞ্চ ঠিক করা হল। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে উঠবে এই মামলা।
পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য সহ নিয়োগ দুর্নীতিতে পাঁচজন অভিযুক্তের জামিন সংক্রান্ত মামলার শুনানি হবে। নতুন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এর আগে এই পাঁচ জনের জামিন নিয়ে ভিন্নমত পোষণ করেছিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়। মামলা ফেরত যায় প্রধান বিচারপতির কাছে। এবার এই নতুন বেঞ্চে ভাগ্য নির্ধারিত হবে পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক কুমার সাহা, শান্তি প্রসাদ সিনহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্য়ায়ের।
হাইকোর্টে জামিন দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। কিন্তু সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়দের জামিন দিতে চাননি বিচারপতি অপূর্ব সিনহা রায়।