Partha Chatterjee: পার্থর আংটি কাণ্ড: প্রেসিডেন্সি সুপারের বিরুদ্ধে থানায় অভিযোগ কারা দফতরের

Partha Chatterjee Ring Case: আংটি কাণ্ডের ঘটনা পরম্পরার দিকে সজাগ দৃষ্টি রাখছে আদালতও। পার্থ চট্টোপাধ্য়ায়ের আংটি কাণ্ডের জেরে যে অভিযোগ জমা পড়েছে, তার ভিত্তিতে কী তদন্ত হচ্ছে তা জানাতে হবে আদালতকে। প্রতি ১৫ দিন অন্তর রিপোর্ট জমা দিতে হবে আদালতে।

Partha Chatterjee: পার্থর আংটি কাণ্ড: প্রেসিডেন্সি সুপারের বিরুদ্ধে থানায় অভিযোগ কারা দফতরের
পার্থ চট্টোপাধ্যায়Image Credit source: টিভি নাইন বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2023 | 1:40 PM

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্য়ায়ের আংটি কাণ্ডে নয়া মোড়। আংটি কাণ্ডে এবার প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন ডিআইজি (কারা)। কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে জেল সুপারের বিরুদ্ধে। সেই নিয়ে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেছেন ডিআইজি (কারা)। উল্লেখ্য, এর আগে জেল সুপারের রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেছিল ইডির বিশেষ আদালত। এদিকে আংটি কাণ্ডের ঘটনা পরম্পরার দিকে সজাগ দৃষ্টি রাখছে আদালতও। পার্থ চট্টোপাধ্য়ায়ের আংটি কাণ্ডের জেরে যে অভিযোগ জমা পড়েছে, তার ভিত্তিতে কী তদন্ত হচ্ছে তা জানাতে হবে আদালতকে। প্রতি ১৫ দিন অন্তর রিপোর্ট জমা দিতে হবে আদালতে।

ইডি বিশেষ আদালত এদিন জানিয়েছে, অভিযোগ জমা করা হলেও এফআইআর হয়েছে কি না, সেটাও দেখতে হবে। প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারের বিরুদ্ধে হেস্টিংস থানায় কারা দফতরকে এফআইআর দায়ের করতে হবে বলেও জানিয়েছে আদালত। সেই সঙ্গে প্রতি ১৫ দিন অন্তর আদালতে জানাতে হবে তদন্ত কত দূর এগোল। উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায় জেল হেফাজতে থাকাকালীনও কীভাবে হাতে আংটি পরে থাকছিলেন, তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। সেই নিয়ে প্রেসিডেন্সি জেলের সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। আদালতে ডেকে পাঠানো হয়েছিল তাঁকে। তখন তিনি বলেছিলেন, পার্থর আংটি খোলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাঁর স্থূলতার জন্য সেটি সম্ভব হয়নি। আংটি খুলতে গেলে পার্থ ব্যথায় চিৎকার করেছিলেন। এমনকী তাঁর আঙুলে চোট লেগেছিল বলেও জানিয়েছিলেন প্রেসিডেন্সি জেলের সুপার।

কিন্তু সেই উত্তরে সন্তুষ্ট ছিল না আদালত। তাঁকে রিপোর্টও জমা দিতে বলা হয়েছিল আদালতে। আদালত অসন্তোষ প্রকাশ করেছিল প্রেসিডেন্সির জেল সুপারের ভূমিকা নিয়ে। কারা দফতরকে বিষয়টি নিয়ে তদন্ত করারও নির্দেশ দিয়েছিল। এবার শেষ পর্যন্ত হেস্টিংস থানায় অভিযোগ জানাল কারা দফতর।