Calcutta High Court: ‘বেআইনি নির্মাণ নিয়ে হুঁশ নেই রাজ্যের’, গার্ডেনরিচ-মামলা শুনবেন প্রধান বিচারপতি
Garden Reach Building Collapse: রাকেশ সিংহের দাবি, ওই এলাকায় একাধিক বেআইনি নির্মাণ রয়েছে। কিন্তু রাজ্য সে ব্যাপারে কোনও ব্যবস্থা নেয়নি। মামলা দায়ের করার অনুমতি চেয়ে আবেদন জানানো হয় এদিন। মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
কলকাতা: গার্ডেনরিচের বহুতলের একাংশ ভেঙে পড়ার পর থেকেই শুরু নড়েচড়ে বসেছে প্রশাসন। মেয়র তথা ওই এলাকার বিধায়ক ফিরহাদ হাকিম কার্যত মেনে নিয়েছেন যে ভেঙে পড়া বহুতলের অনুমোদন ছিল না। পুরসভার তথ্যও বলছে, ওই এলাকায় বহু বেআইনি নির্মাণ রয়েছে। পুরকর্মীদের বললেও কোনও কাজ হয় না বলে অভিযোগ উঠেছে। এবার এই ইস্যুতেই মামলা হল কলকাতা হাইকোর্টে। রবিবার মধ্যরাতে গার্ডেনরিচে ঝুপড়ির ওপর ভেঙে পড়ে বহুতলের একটি অংশ। এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আজ, মঙ্গলবার হাইকোর্টে মামলা দায়ের করেছেন বিজেপি নেতা রাকেশ সিং।
মামলায় আর্জি জানানো হয়েছে, কলকাতা বন্দর এলাকায় বেআইনি বাড়ি কটা, তা নিয়ে রিপোর্ট তলব করা হোক। গার্ডেনরিচের ঘটনা নিয়ে সিবিআই তদন্তের আর্জিও জানিয়েছেন বিজেপি নেতা। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এদিন।
রাকেশ সিংহের দাবি, ওই এলাকায় একাধিক বেআইনি নির্মাণ রয়েছে। কিন্তু রাজ্য সে ব্যাপারে কোনও ব্যবস্থা নেয়নি। মামলা দায়ের করার অনুমতি চেয়ে আবেদন জানানো হয় এদিন। মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
উল্লেখ্য, বেআইনি নির্মাণের কথা মেনে নিলেও বাম আমলের দিকে আঙুল তুলেছেন ফিরহাদ হাকিম। তিনি এই পরিস্থিতির জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। অনেক কাউন্সিলর যে ঠিক মতো কাজ করছেন না, সে কথাও বলেছেন খোদ ফিরহাদ। তিনি দাবি করেছেন, অনেক কাউন্সিলর পাঁচিলে রঙ করতে গেলেও টাকা নিচ্ছেন।