Election Commission: বাংলার ৬ টি লোকসভা কেন্দ্রকে ‘ফিনান্সিয়ালি সেনসিটিভি’ ঘোষণা কমিশনের
Election Commission: এই কেন্দ্রগুলির উপর এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর বাড়তি নজর থাকবে বলে কমিশন সূত্রে খবর। মূলত আগের নির্বাচনের বিভিন্ন তথ্য, ওই কেন্দ্রগুলিতে টাকা উদ্ধার, মদ বাজেয়াপ্ত-হওয়া ইত্যাদির কারণে ওই কেন্দ্রগুলিকে চিহ্নিত করা হয়েছে
কলকাতা: লোকসভা নির্বাচনে আয় ব্যয় কী হচ্ছে, সেবিষয়ে বিশেষ নজর কমিশনের। রাজ্যের ৪২টির মধ্যে ৬টি কেন্দ্রকে ‘ফিনান্সিয়ালি সেনসিটিভ’ অর্থাৎ, আর্থিকভাবে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। দার্জিলিং, মালদহ (উত্তর), মালদহ (দক্ষিণ), আসানসোল, বনগাঁ এবং কলকাতা উত্তর- এই কেন্দ্রগুলির উপর এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর বাড়তি নজর থাকবে বলে কমিশন সূত্রে খবর। মূলত আগের নির্বাচনের বিভিন্ন তথ্য, ওই কেন্দ্রগুলিতে টাকা উদ্ধার, মদ বাজেয়াপ্ত-হওয়া ইত্যাদির কারণে ওই কেন্দ্রগুলিকে চিহ্নিত করা হয়েছে।
লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। জেলাশাসক ও রিটার্নিং অফিসারের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, আদর্শ আচরণ বিধি কার্যকরসহ নানা বিষয়ে আলোচনা হয়।
প্রসঙ্গত, মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার আগেই বলে দিয়েছিলেন, ভোট নজরদারিতে এবার ইডি-সহ একাধিক কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে পোর্টাল তৈরি করা হবে। নির্বাচনে কোনওভাবেই অর্থশক্তিকে বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। রাজ্যে যতগুলো হেলিপ্যাড, বিমানবন্দর রয়েছে, সেখানে কড়া নজরদারি থাকবে কমিশনের তরফ থেকে। কমিশনের নির্দেশ, জেলাশাসক যখন কোনও হেলিকপ্টার কিংবা বিমানকে অবতরণের সবুজ সঙ্কেত দেবেন, তখন খবর ইনকাম ট্যাক্স ও এয়ার ট্রাফিক কন্ট্রোলকেও দিতে হবে।