TET Recruitment Case: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় এবার ক্যাভিয়েট দাখিল সুপ্রিম কোর্টে

Supreme Court: কলকাতা হাইকোর্টে নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে যদি কোনও আবেদন জানানো হতে পারে বলে আশঙ্কা করছেন মামলাকারী। সেক্ষেত্রে যাতে এক তরফাভাবে কোনও শুনানি না হয়, সেই কারণেই সুপ্রিম কোর্টে আগাম ক্যাভিয়েট দাখিল করেছেন তিনি।

TET Recruitment Case: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় এবার ক্যাভিয়েট দাখিল সুপ্রিম কোর্টে
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2022 | 8:34 PM

কলকাতা : প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার জল এবার গড়াল সুপ্রিম কোর্ট পর্যন্ত। বুধবার সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। উল্লেখ্য, এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রেখেছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রেখেছিল ডিভিশন বেঞ্চ। বহাল ছিল চাকরি বাতিল এবং মানিকের অপসারণও নির্দেশও। এমন পরিস্থিতিতে ডিভিশন বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে যাতে কোনওভাবে স্থগিতাদেশ পাওয়া না যায়, সেই কারণেই আগাম ক্যাভিয়েট বলে জানা গিয়েছে।

সৌমেন নন্দী নামে এক মামলাকারী এদিন ক্যাভিয়েট দাখিল করেছেন সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টে নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে যদি কোনও আবেদন জানানো হতে পারে বলে আশঙ্কা করছেন মামলাকারী। সেক্ষেত্রে যাতে এক তরফাভাবে কোনও শুনানি না হয়, সেই কারণেই সুপ্রিম কোর্টে আগাম ক্যাভিয়েট দাখিল করেছেন তিনি। অর্থাৎ, এবার যদি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানানো হয়, সেক্ষেত্রে দুই পক্ষেরই বক্তব্য শোনানোর সুযোগ থাকবে।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে সরানো হয়েছে মানিক ভট্টাচার্যকে। ইতিমধ্যেই মানিক বাবুকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকী সম্প্রতি মানিক বাবুর নামে লুক আউট নোটিসও জারি করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এমন পরিস্থিতিতে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কোনও আবেদন করা হলে, সেক্ষেত্রে যাতে একতরফাভাবে কোনও শুনানি না হয়, সেই কারণে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টে। মামলাকারীর তরফে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন আইনজীবী ফিরদৌস শামিম।

এদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোমবার, মঙ্গলবার ও বুধবার মিলিয়ে ১৮৯ জনকে প্রাথমিকে নিয়োগের নির্দেশ দিয়েছেন। প্রথমে ২৩ জন, তারপর ৫৪ জন এবং বুধবার আরও ১১২ জনের নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।