Recruitment Scam: SSC-র নিয়োগ দুর্নীতিতে আরও তৎপর CBI, একইদিনে গ্রেফতার ৬

Recruitment Scam: শুক্রবার একাধিক এজেন্টকে নিজাম প্যালেসে তলব করা হয়েছিল। জিজ্ঞাসাবাদও করা হয় তাঁদের।

Recruitment Scam: SSC-র নিয়োগ দুর্নীতিতে আরও তৎপর CBI, একইদিনে গ্রেফতার ৬
সিবিআইয়ের নজরে কাউন্সিলররা।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 17, 2023 | 6:48 PM

কলকাতা : একদিকে কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) জেরা করে যখন একের পর এক তথ্য সামনে আনছে ইডি, অন্যদিকে তখন তৎপরতা বাড়ল সিবিআই-এর। নিয়োগ দুর্নীতির মামলায় একই দিনে মোট ৬ জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় এই সংস্থা। শুক্রবার যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে একজন বাগদার বাসিন্দা চন্দন মণ্ডল। বাকিরা এই দুর্নীতিতে এজেন্ট হিসেবে কাজ করতেন বলে অভিযোগ। প্রত্যেককেই সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের জেরা করে নিয়োগ দুর্নীতি মামলার আরও অনেক তথ্য সামনে আসবে বলে মনে করছেন তদন্তকারীরা। এই ৬ জনকেই শুক্রবার নিজাম প্যালেসে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। তারপরই গ্রেফতার করা হয় তাঁদের।

শুক্রবার যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা হলেন সুব্রত সামন্ত রায়, কৌশিক ঘোষ, শাহিদ ইমাম, শেখ আলি ইমাম, আব্দুল খালেক ও চন্দন মণ্ডল। সূত্রের খবর, যাঁদের এদিন গ্রেফতার করা হয়েছে, তাঁরা বিভিন্ন জেলার এজেন্ট। চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে এই সব এজেন্টদের নাম তদন্তকারীরা জানতে পারেন।

রঞ্জনকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত,  আব্দুল খালেককে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত, সুব্রত সামন্ত রায়কে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কৌশিক ঘোষ , শেখ আলি ইমাম ও শাহিদ ইমামকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম ও একাদশ-দ্বাদশের মামলায় তাঁদের গ্রেফতার করা হয়েছে।

জানা যাচ্ছে, কুন্তল ঘোষ বা চন্দন মণ্ডলের মতো ব্যক্তিদের কাছে প্রার্থীদের যাঁরা নিয়ে আসত, তাঁদেরকেই জালে আনতে চায় সিবিআই। সেরকম এজেন্টদেরই এদিন গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, কুন্তল ঘোষ বা চন্দন মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ মোটামুটি একই। টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ সামনে এসেছে তাঁদের বিরুদ্ধে। প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস প্রথম চন্দন মণ্ডলের নাম সামনে এনেছিলেন। পরে তাঁকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর হাত ধরে দুর্নীতির তদন্ত ত্বরান্বিত হবে বলে মনে করছেন গোয়েন্দারা।