Bengal Weather Update : রবি-সোম বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, কলকাতায় মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও বৃষ্টি কি হবে?
Bengal Weather Update : এদিন বেলা বাড়তেই বাংলায় একাধিক জেলায় মেঘাচ্ছন্ন আকাশের দেখা মিলেছে। কিন্তু, বৃষ্টি কি হবে? কী বলছে হাওয়া অফিস?
কলকাতা : পূর্বাভাস ছিলই (Weather Update)। আর তা মেনেই গোটা বাংলাতেই ঊর্ধ্বমুখী পারদ। গতকাল কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার আরও বাড়ল তাপমাত্রা। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩২ থেকে ৯৪ শতাংশের আশেপাশে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন দিন ও রাতের, দুটোরই তাপমাত্রা বাড়বে। জেলায় জেলায় সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকবে আরও কয়েকদিন। তবে জাঁকিয়ে শীত পড়ার আর কোনও সম্ভাবনাই নেই।
অন্যদিকে এদিন বেলা বাড়তেই বাংলায় একাধিক জেলায় মেঘাচ্ছন্ন আকাশের দেখা মিলেছে। তবে হাওয় অফিস সূত্রে খবর, এই মুহূর্তে বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতা-সহ পাশ্ববর্তী জেলাগুলিতে। তবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার ও সোমবার থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস সূত্রে খবর, এই কদিন মোটের উপর ঠান্ডা ঠান্ডা ভাব থাকলেও রবিবার থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় শীতের আমেজ আর থাকবে না। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে থাকবে।
কলকাতায় শনিবার পর্যন্ত শীতের আমেজ থাকবে খুব সামান্য। তবে তা অনুভূত হবে সকালে ও রাতের দিকে। রবিবার থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় উষ্ণতা বাড়বে। রবিবারের পর থেকে থেকে কলকাতার মতো না হলেও অন্যান্য জেলাতে মোটের উপর তাপমাত্রা ঊর্ধ্বমুখীই থাকবে। কুয়াশার দাপটও আগামী কয়েকদিন দুই বঙ্গেই কমবে। বেলা বাড়তেই মিলবে পরিষ্কার আকাশের দেখা। সঙ্গে বাড়বে গরমের দাপটও। সহজ কথায়, শীত বিদায়ে বসন্তের পা যে পড়েছে বাংলার বুকে তাই ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাসে।