Recruitment scam case: হাইকোর্টে তদন্তের অগ্রগতি রিপোর্ট দেওয়া হল না CBI-র, বাধা কোথায়?

Recruitment scam case: প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত কতদূর এগিয়েছে। সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিতে মঙ্গলবার এসেছিল সিবিআই ও ইডি। কিন্তু, রিপোর্ট জমা দেওয়া হল না দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

Recruitment scam case: হাইকোর্টে তদন্তের অগ্রগতি রিপোর্ট দেওয়া হল না CBI-র, বাধা কোথায়?
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল সিবিআইয়ের
Follow Us:
| Edited By: | Updated on: Jul 30, 2024 | 10:04 PM

কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে নেমে একাধিক তথ্য তারা পেয়েছে বলে আগেই জানিয়েছে সিবিআই। কিন্তু, সেই তদন্তের অগ্রগতির রিপোর্টই মঙ্গলবার কলকাতা হাইকোর্টে জমা দিতে পারল না সিবিআই। রিপোর্ট এনেও ফিরিয়ে নিয়ে যেতে হল। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ থাকায় রিপোর্ট জমা দিতে পারল না সিবিআই। একইভাবে ইডি-ও তাদের তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে পারেনি এদিন। এদিকে, এখনই হাইকোর্টে হচ্ছে না প্রাথমিক নিয়োগ দুর্নীতির মূল দুটি মামলার শুনানি। আপাতত মামলার শুনানি মুলতুবি করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি জানান, আগামী ১৭ সেপ্টেম্বরের পরে এই মামলার শুনানি হবে।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি ও সিবিআই। গত বছর নিয়োগ দুর্নীতির মামলায় আদালতকে সিবিআই জানিয়েছিল, ২০১৪ সালে প্রাথমিকে বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন ৯৪ জন। সিবিআইয়ের ওই রিপোর্টের পর গত বছরের অক্টোবরে ওই ৯৪ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। প্যানেল প্রকাশের নির্দেশও দিয়েছিলেন তিনি। প্যানেল প্রকাশের উপর যদিও হাইকোর্ট পরে স্থগিতাদেশ দেয়।

ওই ৯৪ জনের নিয়োগে অনিয়মের কথা স্বীকার করে চাকরি থেকে বরখাস্ত করে পর্ষদ। চাকরিহারাদের কয়েকজন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এরই মধ্যে চলতি বছরের এপ্রিলে সিবিআই ও ইডিকে তদন্তের অগ্রগতি রিপোর্ট হাইকোর্টে জমা দিতে বলেন। এদিকে, গত ১৫ জুলাই সুপ্রিম কোর্ট এই মামলায় স্থগিতাদেশ দেয়। দেশের শীর্ষ আদালতে সেপ্টেম্বরে মামলার পরবর্তী শুনানি রয়েছে। সুপ্রিম কোর্ট মামলায় স্থগিতাদেশ দেওয়ায় এদিন হাইকোর্ট দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের অগ্রগতি রিপোর্ট গ্রহণ করেনি। একইসঙ্গে বিচারপতি জানান, আগামী ১৭ সেপ্টেম্বরের পর মামলার শুনানি হবে।