Recruitment Scam: ‘আমাদের অফিসার ঘুমিয়ে নেই’, নতুন বিচারকের এজলাসে সুর চড়াল CBI
Recruitment Scam: বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের এজলাসে একাধিকবার ধমক খেতে হয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই-কে। আর আজ সিবিআই-এর আইনজীবী বলেন, 'প্রতিদিন আমাদের তদন্তের অগ্রগতি হচ্ছে। নতুন নতুন তথ্য উঠে এসেছে।' তার ভিত্তিতে পার্থকে জেরা করার আর্জিও জানানো হয়েছে এদিন।
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক নেতা-মন্ত্রীকে গ্রেফতার করা হলেও তদন্তের অগ্রগতি নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সংস্থাকে। নিম্ন আদালত থেকে হাইকোর্ট, মামলার শুনানিতে তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতিরা। সম্প্রতি ইডি-র তদন্তকারী অফিসারকে সরে যেতেও হয়েছে হাইকোর্টের নির্দেশে। এবার নিম্ন আদালতের নতুন বিচারকের এজলাসে শুনানি চলাকালীন সিবিআই স্পষ্ট জানাল, তদন্তে অগ্রগতি হচ্ছে। নতুন তথ্যও উঠে এসেছে বলে দাবি করে সিবিআই। এদিকে, এই নিয়ে দ্বিতীয়বার জেলেই পুজো কাটাতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এদিন তাঁকে জেলে গিয়ে জেরা করার আর্জি জানিয়েছে তদন্তকারী সংস্থা।
বুধবার বিচারক শুভ্রসোম ঘোষালের এজলাসে কার্যত সুর চড়ায় সিবিআই। এর আগে বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের এজলাসে একাধিকবার ধমক খেতে হয়েছে সংস্থাকে। এদিন সিবিআই-এর আইনজীবী বলেন, “প্রতিদিন আমাদের তদন্তের অগ্রগতি হচ্ছে। নতুন নতুন তথ্য উঠে এসেছে। সেটা যাচাই করতে আমরা জেলে গিয়ে জেরা করতে চাইছি। আমরা হাইকোর্টকে রিপোর্ট দিচ্ছি। আমাদের তদন্তকারী অফিসার ঘুমিয়ে নেই।”
উল্লেখ্য, সিবিআই বিশেষ আদালতে সদ্য বিচারক বদল হয়েছে। আগে ছিলেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষের অভিযোগের ক্ষেত্রে পুলিশকে কেন তদন্তের দায়িত্ব দিয়েছিলেন, সেই প্রশ্নই উঠেছিল। আজ নতুন বিচারকের এজলাসে হল শুনানি।
আজ পার্থ চট্টোপাধ্যায় সহ নিয়োগ মামলার একাধিক অভিযুক্তকে এজলাসে তোলা হয়েছিল। এদিন নতুন পাওয়া তথ্যের ভিত্তিতে পার্থকে ফের একবার জেলে গিয়ে জেরা করার আর্জি জানিয়েছে সিবিআই। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত পার্থকে জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে নিম্ন আদালত।