Mamata Banerjee: ভবানীপুর উপনির্বাচন মিটতেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, থাকতে পারেন টানা তিনদিন
North Bengal: আগামী ২৪ অক্টোবর বাগডোগরা পৌঁছবেন তৃণমূল নেত্রী। সেদিনই উত্তরকন্যাতে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে পারেন মমতা।
কলকাতা: ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত সেপ্টেম্বরেই পাহাড়-সফরে যাওয়ার কথা ছিল তৃণমূল সুপ্রিমোর। কিন্তু, উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ায় সেই সফর শেষ পর্যন্ত বাতিল হয়। নবান্ন সূত্রে খবর, আগামী ২৫ অক্টোবর বাগডোগরা পৌঁছতে পারেন মুখ্যমন্ত্রী। ওইদিনই উত্তরকন্যাতে প্রশাসনিক বৈঠক সারতেও পারেন মমতা (Mamata Banerjee)।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ অক্টোবর বাগডোগরা পৌঁছবেন তৃণমূল নেত্রী। ২৫তারিখ উত্তরকন্যাতে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে পারেন মমতা। পরেরদিন অর্থাত্ ২৬ অক্টোবর কার্শিয়াঙে আরও একটি প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তবে এই সফরে দার্জিলিং যাচ্ছেন না তিনি। ২৭ তারিখ কলকাতায় ফিরে ফের ২৮ অক্টোবর গোয়া যেতে পারেন মমতা।
পাশাপাশি, বিগত কয়েকদিনে নিম্নচাপের জেরে পাহাড়ে অতিবৃষ্টি দেখা দিয়েছে। নেমেছে ধস। ক্ষতি হয়েছে বিস্তর। সেইসব মিলিয়ে পারিপার্শ্বিক পরিস্থিতিও খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। তবে, তাঁর সফরের সবটাই নির্ভর করছে আবহাওয়া আনুকূল্যের উপরে।
গত কয়েকদিনের নাগাড়ে বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে উত্তরবঙ্গের। আটকে গিয়েছেন পর্যটকেরা। মারাও গিয়েছেন অনেকে। এই পরিস্থিতিতে যাতে মানুষের পাশে থাকা যায় তাই নিয়েই মূলত উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী এমনটাই খবর নবান্ন সূত্রে।
সূত্রের খবর, কার্শিয়াং-এ মুখ্য়মন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উপস্থিতির নেপথ্য়ে রয়েছে জিটিএ নির্বাচন। গত চারবছর ধরে আটকে রয়েছে জিটিএ নির্বাচন। পাহাড়ে ইতিমধ্যেই রাজনীতির সমীকরণ বদলেছে। বিমল গুরুঙ, অনীত থাপা, বিনয় তামাং সকলেই পৃথক দল ঘোষণা করেছেন। এদিকে গোর্খা জনমুক্তি মোর্চার ‘ভাঙন’-এ কার্যত শক্তি বাড়িয়েছে গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট তথা জিএনএলএফ। যে ‘পাহাড়বন্ধুদের’ উপর বরাবর ভরসা রেখেছেন তৃণমূল নেত্রী, সেই পাহাড় সমীকরণে নজর দিতেই এ বার খোদ সফরে যাচ্ছেন মমতা এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
নবান্ন সূত্রে খবর, কাংশিয়াং-এ একাধিক কালচারাল বোর্ড রয়েছে। সেইসমস্ত বোর্ডের চেয়ারম্যান পদগুলিতেও দীর্ঘদিন কোনও বদল হয়নি। অক্টোবরের সফরে সেই বদলও হতে পারে প্রশাসনিক বৈঠকে এমনটাই সম্ভাবনা রয়েছে বলে খবর সূত্রের।
প্রসঙ্গত, উত্তরবঙ্গ নিয়ে রাজনীতি কম হয়নি। পৃথক রাজ্যের দাবি তোলা থেকে শুরু করে একাধিক ইস্য়ুতে চর্চিত উত্তরবঙ্গ। খোদ রাজ্যপাল জগদীপ ধনখড়ও ছুটে গিয়েছেন উত্তরবঙ্গে। সেখানে ভবানীপুরে উপনির্বাচন মিটতেই মুখ্যমন্ত্রীর এই সফর বেশ তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
নির্বাচন আবহে গত ১ ফেব্রুয়ারি উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভরাডুবি হয়েছিল তৃণমূল কংগ্রেসের। একুশের নির্বাচনে ভাল ফল হয়েছিল তৃণমূলের। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের নিরিখে বিধানসভায় তৃণমূলের ঝুলিতে এসেছিল ১৩টি আসন। ২০২১ সালে আরও ১০ টি আসন বেশি লাভ হয়েছে ঘাসফুলের। নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গের জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বারে মূলত বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ও প্রশাসনিক কাজে নজর দিতেই এই সফর বলে খবর নবান্ন সূত্রে।
আরও পড়ুন: Mangokot: ‘খুন করতে চাইনি, বাধ্য করা হয়েছিল’, তৃণমূল নেতা হত্যাকাণ্ডে স্বীকারোক্তি ধৃত সুরজের