Mamata Banerjee: বর্ধমান থেকে ফেরার পথে কপালে চোট মমতার
Mamata Banerjee: বর্ধমানে গোদার মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা ছিল। সেখান থেকে গাড়িতে ফিরছিলেন। হঠাৎ কোনও কারণে গাড়ির চালককে ব্রেক কষতে হয়। সেই ব্রেক কষার কারণে ঝাঁকুনিতে মমতা বন্দ্যোপাধ্যায় কপালে সামান্য আঘাত পান বলে সূত্রের খবর।
কলকাতা: আবার জেলা সফরে গিয়ে আঘাত পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমান থেকে ফেরার পথে কপালে সামান্য আঘাত পান তিনি। বর্ধমানে গোদার মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা ছিল। সেখান থেকে গাড়িতে ফিরছিলেন। হঠাৎ কোনও কারণে গাড়ির চালককে ব্রেক কষতে হয়। সেই ব্রেক কষার কারণে ঝাঁকুনিতে মমতা বন্দ্যোপাধ্যায় কপালে সামান্য আঘাত পান বলে সূত্রের খবর। এরপর অবশ্য কলকাতার পথে রওনা দেন মুখ্যমন্ত্রী।
এর আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর জুন মাসে জলপাইগুড়ি থেকে ফিরছিলেন তিনি। সেই সময় তাঁর কপ্টার বিভ্রাট ঘটে। খারাপ আবহাওয়া ছিল সেই সময়। হেলিকপ্টার জরুরি অবতরণের প্রয়োজন হয়। সেবক এয়ারবেসে সেই কপ্টারের জরুরি অবতরণ হয়। আর তা নামার সময়ই পায়ে এবং কোমরে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপরই জানা যায় হাঁটুতে আঘাত লাগে মুখ্যমন্ত্রীর। লিগামেন্টেও আঘাত লাগে মমতার। এরপর টানা চিকিৎসা চলেছে। বেশ কিছুদিন তাঁকে বাড়িতে থাকারও পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। এসএসকেএমের চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি। এখনও একটা নির্দিষ্ট সময়ের পর চেকআপ করাতে হয় তাঁকে। তবে আজ বুধবার বর্ধমান থেকে ফেরার পথে যে আঘাত তিনি পান, তা খুবই সামান্য বলে সূত্রের খবর।