কলকাতাকে ‘মাস্ক আপ’ করতে উদ্যোগ সিকে বিড়লা হাসপাতালের
সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য নিয়েই 'মাস্ক আপ' প্রচার শুরু করেছে সিকে বিড়লা।
কলকাতা: দেশে করোনার (COVID) দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। করোনা থাবায় জেরবার রাজ্যও। গত ২৪ ঘণ্টায় বঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। এই সঙ্কটময় পরিস্থিতিতেও অনেকে মাস্ক পরছেন না। করোনাবিধিও মানছেন না অনেকে। তাই সকলের মুখে মাস্ক পরাতে রাস্তায় নামল সিকে বিড়লা হাসপাতাল। শহরের একাধিক ট্রাফিক সিগন্যাল, গণ পরিবহণ ও রাস্তার মোড়ে মাস্ক বিতরণ হল সিকে বিড়লা (CK Birla Hospital) হাসপাতালের তরফে।
দ্বিতীয় ঢেউ সুনামির আকার ধারণ করেছে। একাধিক রাজ্যের বেহাল দশা। খাস কলকাতাতেও শয্যা সঙ্কট দেখা দিয়েছে। এহেন পরিস্থিতিতে সিকে বিড়লা হাসপাতালের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। করোনা পরিস্থিতি সিংহভাগ মানুষ সচেতন হলেও এখনও বড় অংশের একটা মানুষ করোনাবিধি মেনে চলছেন না। তাই সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য নিয়েই ‘মাস্ক আপ’ প্রচার শুরু করেছে সিকে বিড়লা।
এ বিষয়ে সিকে বিড়লা হাসপাালের সিওও ডঃ সিমরদীপ গিল বলেন, “আমরা সঙ্কটময় পরিস্থিতিতে রয়েছি। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। সামাজিক দূরত্ব মেনে চলার সঙ্গে সঙ্গেই অত্যন্ত প্রয়োজনীয় মাস্ক পরা। মাস্ক আপ কলকাতা প্রচার সিএমআরই ও বিএমবি হাসপাতালের তরফে করা হচ্ছে যাতে মানুষকে মাস্ক পরার প্রয়োজনীয়তা বোঝানো যায়।”
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। তবে মৃত্যুর সংখ্যায় সর্বোচ্চ রেকর্ড গড়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ১৮৭ জনের। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ১৮ লক্ষ ৯২ হাজার ৬৭৬-এ।
আরও পড়ুন: খোলা বাজারে মিলবে না করোনার ওষুধ! নয়া নির্দেশিকার পথে স্বাস্থ্য দফতর