Dumdum: দমদমে ক্ষুদিরাম জন্মজয়ন্তী পালনকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, মাটিতে লুটোচ্ছে বিপ্লবীর ছবি

Clash broke out between two groups of TMC: এলাকায় তৃণমূলের দু'টি গোষ্ঠী রয়েছে। একটি গোষ্ঠী স্থানীয় তৃণমূল নেতা বাবু দে এবং তাঁর অনুগামীদের। এবং অন্য গোষ্ঠীটি স্থানীয় কো অর্ডিনেটর সত্যব্রত সাঁতরা এবং তাঁর অনুগামীদের।

Dumdum: দমদমে ক্ষুদিরাম জন্মজয়ন্তী পালনকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, মাটিতে লুটোচ্ছে বিপ্লবীর ছবি
দমদমে তৃণমূলে গোষ্ঠী কোন্দল (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2021 | 11:33 PM

কলকাতা : ফের প্রকাশ্যে তৃণমূলে গোষ্ঠী কোন্দল। ক্ষুদিরাম জন্মজয়ন্তী পালনকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব। দুপক্ষের হাতাহাতির মধ্যে ছিড়ল ক্ষুদিরাম জন্মজয়ন্তী পালনের ব্যানার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দমদম পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনিতে।

ক্ষুদিরাম কলোনির বাসিন্দাদের দাবি, তারা প্রতিবছরই পাড়ার উদ্যোগে ক্ষুদিরামের জন্মদিবস পালন করে থাকেন। এ বছরও ৩ ডিসেম্বর ক্ষুদিরামের জন্মদিবস পালনের জন্য ব্যবস্থা করা হচ্ছিল। কিন্তু মাঝে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য না ভেস্তে যাওয়ার উপক্রম।

এলাকায় তৃণমূলের দু’টি গোষ্ঠী রয়েছে। একটি গোষ্ঠী স্থানীয় তৃণমূল নেতা বাবু দে এবং তাঁর অনুগামীদের। এবং অন্য গোষ্ঠীটি স্থানীয় কো অর্ডিনেটর সত্যব্রত সাঁতরা এবং তাঁর অনুগামীদের।

স্থানীয়দের একাংশের কথায়, শুরুতে ৩ নভেম্বর ক্ষুদিরাম জন্মজয়ন্তী পালনের উদ্যোগ নিয়েছিলেন বাবু দে। সেই মতো এলাকায় স্থানীয় বিধায়ক অদিতি মুন্সি এবং সাংসদ সৌগত রায়ের নামে ব্যানারও লাগানো হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু অভিযোগ, রবিবার রাতে একদল দুষ্কৃতী এলাকায় চড়াও হয় এবং ওই ক্ষুদিরামের জন্ম জয়ন্তী উদযাপনের ওই ব্যানার ছিঁড়ে দেয়। পুরানো ব্য়ানার সরিয়ে সেখানে লাগানো হয় সত্যব্রত সাঁতরার নামে নতুন ব্য়ানার। জানা গিয়েছে, ওই দুষ্কৃতীরা সত্যব্রত সাঁতরার আশ্রিত।

আর এই গোটা প্রক্রিয়ায় স্থানীয়দের একাংশ, যাঁরা বাবু দে ঘনিষ্ঠ বলে পরিচিত, তাঁরা বাঁধা দিতে চেষ্টা করলে তাঁদের উপরেও চড়াও হয়। এমনকী এলাকার মেয়েদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় দমদম থানায় সত্যব্রত সাঁতরা অনুগামীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বাবু দের অনুগামীরা।

এদিকে ঘটনার বেশ কিছু ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছে, দু’পক্ষের মধ্যে তপ্ত বাক্য বিনিময় হচ্ছিল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। অন্য একটি ভিডিয়োয় এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, যারা এলাকায় চড়াও হয়েছে, তাদের একাংশ বেলগাছিয়ার।

এদিকে তৃণমূলে এই দুই শিবিরে গোষ্ঠী কোন্দলের জেরে ক্ষুদিরাম বসুর ছবি দেওয়া ব্যানার ছেঁড়া, ফাটা অবস্থায় মাটিতে লুটোতে দেখা গিয়েছে। এক নেতার নাম দেওয়া ব্যানার সরিয়ে, সেখানে অন্য নেতার নাম। আর ক্ষুদিরামের ছবির জায়গা হয়েছে মাটিতে।

ঘটনায় বেশ কয়েকজন এলাকাবাসী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় এক বাসিন্দা প্রিয়াঙ্কা দাস জানিয়েছেন, “সত্যব্রত সাঁতরার অনুগামী কিছু ছেলে এসে আমাদের ব্যানার ভেঙে দিয়েছে। আমার বাবাকে মেরেছে। আমি প্রতিবাদ করেছি বলে আমাকে ব্যানারে ফেলে মেরেছে। ” তাঁর অভিযোগ, হামলাকারীকে ওই এলাকায় তাঁদের অনুষ্ঠান করতে দেবে না। তার বদলে সত্যব্রত সাঁতরা সেখানে অনুষ্ঠান করতে চায়। সেই কারণেই এই হামলা বলে অভিযোগ আক্রান্ত প্রিয়াঙ্কা দাসের।

যদিও এই ঘটনা নিয়ে স্থানীয় কোঅর্ডিনেটর সত্যব্রত সাঁতরার সঙ্গে একাধিক বার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও জবাব পাওয়া যায়নি।

আরও পড়ুন: Dilip Ghosh: ‘সবাইকে বাদ দেব এবার’, ‘দালাল’দের ছাঁটাইয়ের তালিকা বানাচ্ছেন দিলীপ ঘোষ