West Bengal Assembly: ২০ মাস পর ফের রাজ্য বিধানসভায় ফিরতে চলেছে প্রশ্নোত্তর পর্ব
Question and answer session: প্রশ্ন জমা দিতেও শুরু করেছেন বিধায়করা।
প্রদীপ্তকান্তি ঘোষ : প্রায় কুড়ি মাসের ব্যবধান। আর তারপরই রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) ফিরতে চলেছে প্রশ্নোত্তর পর্ব। আজ অর্থাৎ ১ নভেম্বর থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। সেই অধিবেশন পর্বেই ফিরছে প্রশ্নোত্তর পর্ব। তেমনই খবর বিধানসভা সূত্রে (West Bengal Assembly)। কোভিড পর্বে (Corona) জন্য বিধানসভার স্বাভাবিক কাজকর্ম কিয়দংশে ব্যাহত হয়েছিল। আর তার সঙ্গে সাযুজ্য রেখেই প্রশ্নোত্তর পর্ব থমকেছিল বলেই দাবি বিধানসভা কর্তৃপক্ষের।
২০২০ সালের ২২ মার্চ জনতা কারফিউ শুরু হয়েছিল দেশজুড়ে। ওই বছরই বঙ্গে ২৩ মার্চ বিকেল পাঁচটা থেকে লকডাউন (Lock Down) ঘোষণা হয়েছিল। আর ঠিক তার এক সপ্তাহ আগেই বিধানসভায় বন্ধ হয়েছিল প্রশ্নোত্তর পর্ব। ২০২০ সালের ১৬ মার্চ সোমবার সেই পর্ব বন্ধ হয়েছিল। আর এখনও পর্যন্ত যা খবর, ২০২১ সালের ২ নভেম্বর, মঙ্গলবার বিধানসভায় ফিরতে চলছে প্রশ্নোত্তর পর্ব। ইতিমধ্যেই তার প্রস্তুতি সাড়া হয়েছে। প্রশ্ন জমা দিতেও শুরু করেছেন বিধায়করা।
নিয়মানুযায়ী, প্রশ্ন জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় আবেদনপত্র পূরণ করতে হয়। লিখিত না মৌখিক উত্তর দরকার প্রশ্নকর্তা বিধায়কের। তা-ও আবেদনপত্রে উল্লেখ করতে হয় বিধায়কদের। এরপরে তা খতিয়ে দেখেন বিধানসভা কর্তৃপক্ষ। তাঁদের অনুমতির পরে সংশ্লিষ্ট প্রশ্ন গৃহীত হলে তা পাঠানো হয় যে দফতরের প্রশ্ন সেখানে। আর সব মিলিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হয় সংশ্লিষ্ট দফতরের সময় পাওয়ার কথা ১৪টি কাজের দিনের। কিন্তু এখন সময়ের অভাব রয়েছে। তাই এই প্রক্রিয়ার ক্ষেত্রেও কিছু বদল করা হয়েছে।তার সঙ্গে সাযুজ্য রেখে কাগজের নথিপত্রে প্রক্রিয়া সারতে সময় বেশি লাগার কারণেই আপাতত ঠিক হয়েছে, ডিজিটাল পদ্ধতিও প্রশ্নোত্তর পর্বে প্রক্রিয়াগত ক্ষেত্রে ব্যবহার করা হবে।
আর এই সব নব প্রক্রিয়া, পদ্ধতিকে সঙ্গী করে প্রায় কুড়ি মাসের ব্যবধানে পশ্চিমবঙ্গ বিধানসভায় ফিরতে চলেছে প্রশ্নোত্তর পর্ব। আর সপ্তদশ বিধানসভা অধিবেশন পর্বে তা হবে প্রথম। এখন সপ্তদশ বিধানসভায় অভিষেক হয়েছে একশোর আশেপাশে নবাগত বিধায়কের। তাঁরা প্রশ্নকর্তা হিসাবে কেমন নম্বর পাবেন, কেমন হবে তাঁদের ভূমিকা তার প্রহর গুণছে বিধানসভা।
উল্লেখ্য, আজ থেকে শুরু হচ্ছে বিধানসভায় (West Bengal Assembly) শীতকালীন অধিবেশন। চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। গত ২৫ অক্টোবর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee)ঘরে অধিবেশন নিয় বৈঠক করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সেই বৈঠকেই অধিবেশনের দিনক্ষণ ঠিক করা হয়। সূত্রের খবর, এইবারের অধিবেশনে একাধিক বিল আনার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে ঠিক কোন বিল আনা হবে তা জানানো হয়নি। আর এই সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক হয় দু’জনের মধ্যে।
আরও পড়ুন: Yogi Adityanath: তালিবান ভারতের দিকে এক পা বাড়ালেই বিমান হানা হবে, বললেন যোগী