Mamata Banerjee: করমণ্ডল দুর্ঘটনায় বাংলার স্বল্প আহতদের জন্য বিশেষ ত্রাণ ঘোষণা মমতার
Special Relief: এই ট্রেনে বাংলার অনেক পরিযায়ী শ্রমিক ছিলেন। তাঁদের মধ্যে অনেকে প্রাণে বেঁচে গেলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাই তাঁদের কথা বিবেচনা করেই আগামী ৩ মাস ত্রাণ দেওয়ার ঘোষণা করা হল বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় (Coromandel Express Derailed) বাংলার গুরুতর আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার এই দুর্ঘটনার ফলে যাঁরা ট্রমায় চলে গিয়েছেন, তাঁদের জন্যও বিশেষ ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কালীঘাটে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী বলেন, “এই দুর্ঘটনায় যাঁরা স্বল্প আহত হয়েছেন, অথচ ট্রমায় রয়েছেন, তাঁদের প্রত্যেকের বাড়িতে গিয়ে জেলাশাসক ও অন্যান্য আধিকারিকেরা ১০ হাজার টাকা করে দেবেন। এছাড়া আগামী ৩ মাস তাঁদের প্রত্যেক পরিবারকে নগদ ২ হাজার টাকা এবং চাল, ডাল সহ ত্রাণ দেওয়া হবে।”
ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বরাতজোরে যাঁরা বেঁচে গিয়েছেন, স্বল্প আহত হয়েছেন,তাঁরা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুর্ঘটনায় নিহতদের পরিবার ও গুরুতর আহতদের পাশাপাশি ট্রমাগ্রস্তদেরও পাশে সরকার রয়েছে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তাই এককালীন ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি আগামী তিনমাস তাঁদের নগদ ২ হাজার টাকা ও ত্রাণ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই ট্রেনে বাংলার অনেক পরিযায়ী শ্রমিক ছিলেন। তাঁদের মধ্যে অনেকে প্রাণে বেঁচে গেলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন। আগামী কিছুদিন তাঁর পক্ষে কাজে যাওয়া কার্যত অসম্ভব। তাই তাঁদের কথা বিবেচনা করেই আগামী ৩ মাস ত্রাণ দেওয়ার ঘোষণা করা হল বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরদিন অর্থাৎ গতকালই দুর্ঘটনাস্থলে গিয়ে বাংলার হতাহতদের জন্য আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেন তিনি। এরপর গতকাল স্বজনহারাদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসও। দলের তরফে বাংলার মৃত যাত্রীদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, দুর্ঘটনার পর শুক্রবার রাতেই মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের ২ লক্ষ টাকা ও অল্প আহতদের ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে রেল মন্ত্রক। পাশাপাশি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকেও মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।