Holiday: করম পুজো ও শবেবরাতে পূর্ণ ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর
করম পুজোয় করম দেবতার উপাসনা করা হয়। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে এই পুজোর চল রয়েছে। এ ছাড়াও ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্য প্রদেশ, ছত্তীসগঢ়ের মতো রাজ্যেও এই পুজো হয়। বিভিন্ন আদিবাসী সম্প্রদায় মূলত এই পুজো করে থাকেন।
কলকাতা: বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। এই সব পার্বণ রাজ্যবাসী যাতে পালন করতে পারেন সে বিষয়ে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে করা সাংবাদিক সম্মেলনে নতুন দুটি ছুটির ঘোষণা করলেন তিনি। করম পুজো এবং শবেবরাতে এ বার থেকে সম্পর্ণ ছুটি থাকবে রাজ্যের স্কুল-কলেজ ও সরকারি অফিসে। এত দিন এই দুই দিনে আংশিক ছুটি থাকত। বুধবারের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী স্মরণে আনেন সব ধর্মের উৎসবে সামিল হওয়ার কথা। বাংলা সর্বধর্ম ও সর্বকর্মের মিলন স্থল বলেও মনে করেন তিনি।
করম পুজোয় করম দেবতার উপাসনা করা হয়। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে এই পুজোর চল রয়েছে। এ ছাড়াও ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্য প্রদেশ, ছত্তীসগঢ়ের মতো রাজ্যেও এই পুজো হয়। বিভিন্ন আদিবাসী সম্প্রদায় মূলত এই পুজো করে থাকেন। করব শক্তি, যুব ও যৌবনের দেবতা। প্রতি বছর ভাদ্র মাসের শুক্ল একাদশী তিথিতে এই করব পুজো হয়ে থাকে। এই উৎসবে জাওয়া গান গাওয়া হয়ে থাকে। সাত দিন আগে থেকেই এই উৎসবের প্রস্তুতি শুরু হয়ে যায়। এই উৎসবের দিন সারা রাত ধরে করম নাচ হয়ে থাকে। এই উৎসবে আদিবাসীদের জঙ্গলকেন্দ্রিক জীবনধারায় প্রতিফলন দেখা যায়।
দক্ষিণ-পূর্ব এশিয়ার ইসলাম ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ উৎসব হল শবেবরাত। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ এই পরব পালন করা হয়। এই পরবের রাত খুবই পবিত্র হিসাবে মনে করেন মুসলিমরা। তাঁরা মনে করেন, শবেবরাতের রাতে আল্লাহ অপরাধ ক্ষমা করে দেন।