CM Mamata Banerjee: বাংলার পরিযায়ী শ্রমিকরা সম্পদ, রাজ্যে ফিরিয়ে তাঁদের দক্ষতা কাজে লাগান; শিল্পপতিদের আবেদন মমতার

Migrant Labours: বর্তমানে রিয়েল এস্টেট ব্যবসায় ৪৪ লক্ষের বেশি কর্মী আছে। আগামী দিনে এই ব্যবসা আরও অগ্রগতি ঘটবে জানিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার ব্যাপারে শিল্পপতিদের উদ্যোগী হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

CM Mamata Banerjee: বাংলার পরিযায়ী শ্রমিকরা সম্পদ, রাজ্যে ফিরিয়ে তাঁদের দক্ষতা কাজে লাগান; শিল্পপতিদের আবেদন মমতার
পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 04, 2023 | 3:14 PM

কলকাতা: বাংলা থেকে বহু কর্মী ভিন রাজ্যে কাজ করতে যান। তারপর সেখানে সুরক্ষাব্যবস্থা ঠিকমতো না থাকায় অনেকেরই মৃত্যু ঘটছে। এই ঘটনা রুখতে এবার পরিযায়ী শ্রমিকদের (Migrant labourer) রাজ্যে ফিরিয়ে নিয়ে এসে কাজ দিতে তৎপর হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রিয়েল এস্টেট কনভেনশন থেকে শিল্পপতি, ব্যবসায়ীদের বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে নিয়ে এসে কাজ দেওয়ার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। তিনি বলেন, “কর্মীরা আমাদের সম্পদ। মালদা, মুর্শিদাবাদ, দুই দিনাজপুরের ছেলেরা খুব ভাল নির্মাণ কাজ করেন। ”

সম্প্রতি ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলার যুবকদের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। যা নিয়ে সরব হয়েছেন বিরোধীরাও। কোভিড কালেও স্পষ্ট হয়েছে যে বাংলার বিপুল সংখ্যক শ্রমিক অন্ন সংস্থানের জন্য ভিন রাজ্যে গিয়ে থাকেন। সেই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের ছেলেরা খুব ভাল নির্মাণ কাজ করে। সেজন্য অনেকে তাঁদের নিয়ে চলে যায়। বেশি টাকার জন্য তাঁরা ভিন রাজ্যে চলে যান। কিন্তু সেখানে তাদের সুরক্ষা থাকে না।” তাই এবার পরিযায়ী শ্রমিক তথা বাংলার ছেলেদের সুরক্ষা দিতে বিশেষ উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী।

বর্তমানে রিয়েল এস্টেট ক্ষেত্রে ৪৪ লক্ষের বেশি কর্মী কাজ করে। আগামী দিনে এই ব্যবসা আরও অগ্রগতি ঘটবে জানিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার ব্যাপারে শিল্পপতিদের উদ্যোগী হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে রাজ্য সরকার সব রকম সহায়তা করবে বলে জানিয়ে তিনি বলেন, “আমরা পরিযায়ী শ্রমিকদের একটি অ্যাপ করেছি। আমি ডেটা ব্যাঙ্ক দিয়ে দেব। ১৫ লক্ষের বেশি শ্রমিকের তালিকা দেব। সেটা দেখে যারা বাইরে আছে তাদের নিয়ে আসুন। যারা বাইরে কাজ করছে তাঁরা দক্ষ।” যদিও অনেকেই বেশি টাকার লোভে ভিন রাজ্যে কাজ করতে যেতে আগ্রহী। সেক্ষেত্রে তাদের নিরাপত্তা-সহ অন্যান্য বিষয়গুলি নিয়ে বোঝাতে হবে বলেও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

ধনধান্যে স্টেডিয়ামের মঞ্চ থেকে এদিন মমতা আরও বলেন, “স্থানীয়রা এলাকায় কাজে পেলে আগ্রহী হবে। তাঁদের বোঝাতে হবে, স্থানীয় এলাকায় কাজ করলে তাঁদের যাতায়াত খরচ, খাওয়ার খরচ, থাকার খরচ কমবে। এভাবে বুঝিয়ে নিয়ে ভিন রাজ্য থেকে নিয়ে আসার চেষ্টা করতে হবে।” এই ব্যাপারে সবাই মিলে নানা পদক্ষেপ গ্রহণ করে উদ্যোগী হতে হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।