Mamata Banerjee: ‘এক দেশ, এক নির্বাচনে’ আপত্তি মুখ্যমন্ত্রীর, চালু হলে কী সমস্যা? বোঝালেন মমতা
Mamata Banerjee: রাজ্যের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বাংলার মতামত জানিয়ে উত্তর পাঠিয়ে দিয়েছেন দিল্লিতে। 'এক দেশ, এক নির্বাচন' ব্যবস্থা নিয়ে নিজের আপত্তির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন আপত্তি মমতার? সেই বিষয়েও বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিস্তারিত বলেছেন তিনি।
কলকাতা: ‘এক দেশ, এক নির্বাচন’ ব্যবস্থা ভারতে চালু করা যায় কি না, তা খতিয়ে দেখছে দিল্লি। এই ব্যবস্থার বাস্তবায়ন কতটা সম্ভব, তা নিয়ে পর্যালোচনার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিষয়টি নিয়ে সব রাজ্যের থেকেও মতামত জানতে চাওয়া হয়েছিল। রাজ্যের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বাংলার মতামত জানিয়ে উত্তর পাঠিয়ে দিয়েছেন দিল্লিতে। ‘এক দেশ, এক নির্বাচন’ ব্যবস্থা নিয়ে নিজের আপত্তির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন আপত্তি মমতার? সেই বিষয়েও বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিস্তারিত বলেছেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, দেশের যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রয়েছে, তার সঙ্গে এই ‘এক দেশ, এক নির্বাচন’ ব্যবস্থা সাযুজ্যপূর্ণ নয়। তাঁর কথায়, “একসঙ্গে যদি ভোট হয়ে যায়, তাহলে আমাদের কী? আমাদের তো ভালই হয় এতে। একবাই খাটতে হবে।” কিন্তু একইসঙ্গে এই ব্যবস্থায় যে সমস্যাগুলি রয়েছে, সেগুলিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জাতির, বিভিন্ন ভাষার মানুষের বাস। এটাই দেশের বৈচিত্রের মধ্যে ঐক্যকে তুলে ধরে। সেক্ষেত্রে, এক একটি রাজ্যের নিজস্ব এক একটি আঞ্চলিক সমস্যা আছে। সব জায়গায় একসঙ্গে ভোট হয় না। আর ভোটের পরও বিভিন্ন হিসেব নিকেশ থাকে। যেমন মুখ্যমন্ত্রীর কথায়, ‘কেউ স্থায়ী সরকার পায়, কেউ পায় না। অনেক সময় সরকার গঠন হলেও আবার কিনে নেওয়া হচ্ছে। এরকম সমস্যাগুলি রয়েছে।’
যদি এই ব্যবস্থা চালু হয়, তখন কোনও একটি রাজ্যে যদি ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতা না আসে, তাহলে কী হবে? সেই নিয়েই প্রশ্ন মমতার। তাঁর সংশয়, “ওয়ান নেশন-ওয়ান ইলেকশনের মানে হল – প্রেসিডেন্সিয়াল ফর্ম অব ইলেকশন। যেটা আমেরিকায় আছে। ভারত কিন্তু সংবিধানে সেভাবে প্রতিষ্ঠিত নয়।”