Mamata Banerjee: অম্বানীর রিলায়েন্স না মমতার সরকার? কে বেশি টাকা ঢালছে কালীঘাট মন্দিরে

Mamata Banerjee: রাজ্যের বিভিন্ন তীর্থস্থানকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকার উন্নয়নের জন্য ৭০০ কোটি টাকারও বেশি খরচ করছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। সেই সময়ই বললেন, কালীঘাট মন্দিরের প্রসঙ্গও। মুখ্যমন্ত্রী জানালেন, শুধু রিলায়েন্স গোষ্ঠী নয়, রাজ্য সরকারও টাকা ঢালছে কালীঘাটের মন্দিরের উন্নয়নের জন্য।

Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2024 | 7:35 PM

কলকাতা: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এবার আমন্ত্রিত ছিলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানী। মঞ্চ থেকেই ঘোষণা করছিলেন, কালীঘাট মন্দির সংস্কারের প্রোজেক্টের কথা। নভেম্বরে মেগা বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে অম্বানীর সেই ঘোষণার পর বৃহস্পতিবার ফের কালীঘাট মন্দির সংস্কারের কাজ প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন তীর্থস্থানকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকার উন্নয়নের জন্য ৭০০ কোটি টাকারও বেশি খরচ করছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। সেই সময়ই বললেন, কালীঘাট মন্দিরের প্রসঙ্গও। মুখ্যমন্ত্রী জানালেন, শুধু রিলায়েন্স গোষ্ঠী নয়, রাজ্য সরকারও টাকা ঢালছে কালীঘাটের মন্দিরের উন্নয়নের জন্য।

বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানালেন, “কালীঘাট মন্দির শুধু রিলায়েন্স একা করছে না। রিলায়েন্স শুধু সোনার চূড়াটা করছে, আর ভিতরের কিছু অংশের কাজ করছে।” কালীঘাট মন্দিরকে নতুন করে সাজিয়ে তোলার জন্য মুকেশ অম্বানীর রিলায়েন্স গোষ্ঠী কত টাকা খরচ করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কত টাকা খরচ করছে, সেই তথ্যও এদিন সাংবাদিক বৈঠকে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, কালীঘাট মন্দিরের এই কাজের জন্য রিলায়েন্স গোষ্ঠী খরচ করছে ৩৫ কোটি টাকা এবং রাজ্য সরকার খরচ করছে ১৬৫ কোটি টাকা।

শুধুমাত্র এই কালীঘাট মন্দিরের জন্যই নয়, বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন তীর্থক্ষেত্রগুলির জন্য রাজ্য সরকার কত খরচ করছে, সেই হিসেবও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন দিঘায় হিডকো যে জগন্নাথ ধাম তৈরি করছে, তার জন্য ২০৫ কোটি টাকা খরচ করা হচ্ছে। এর পাশাপাশি কচুয়া ও চাকলার জন্যও ৯ কোটি ও ১৫ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। জল্পেশ শিব মন্দিরের জন্য ৩১.৭ কোটি টাকা খরচ করছে রাজ্য। এমন আরও অনেকগুলি মন্দিরের উন্নয়নের জন্য রাজ্য সরকারের খরচের হিসেব এদিন সাংবাদিক বৈঠকে তুলে ধরেন মমতা।