C V Ananda Bose: রাজ্যের ২ শীর্ষ আমলা রাজভবনে ডেকে শাহাজাহান প্রসঙ্গে বড় নির্দেশ বোসের

Sandeshkhali Attack on ED: রাজভবন সূত্রে খবর, বৃহস্পতিবার রাজ্যপাল বোস তাঁদের থেকে জানতে চেয়েছিলেন, এখনও কেন শাহজাহান শেখকে গ্রেফতার করা হল না? কবে ওই ব্যক্তিকে গ্রেফতার করা সম্ভব হবে? সূত্রের দাবি, সেই বিষয়ে রাজ্যের দুই শীর্ষ আমলাকে প্রশ্ন করেছেন বাংলার সাংবিধানিক প্রধান। যত দ্রুত সম্ভব অভিযুক্তকে গ্রেফতারির জন্য রাজ্যপাল নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে।

C V Ananda Bose: রাজ্যের ২ শীর্ষ আমলা রাজভবনে ডেকে শাহাজাহান প্রসঙ্গে বড় নির্দেশ বোসের
রাজভবনে ঢুকছেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2024 | 8:35 PM

কলকাতা: সন্দেশখালিতে ইডির অফিসারদের উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই বার বার কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। স্পষ্ট বলে দিয়েছেন, কালপ্রিটদের গ্রেফতার করতেই হবে। গত সপ্তাহের ওই ঘটনার পর কলকাতায় এসেছিলেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। রাজভবনে গিয়ে রাজ্যপাল বোসের সঙ্গে দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক করেছেন। আর এরপরই জরুরি ভিত্তিতে রাজভবনে তলব করা হয়েছিল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে। সেই মতো এদিন বিকেলে রাজভবনে যান রাজ্যের নতুন মুখ্যসচিব বি পি গোপালিকা ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী।

বিকেল ৫টা ২৫ মিনিট নাগাদ রাজভবনে ঢোকে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের গাড়ি। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে রাজভবনে ছিলেন তাঁরা। প্রায় দেড় ঘণ্টা পর রাজভবন থেকে বেরোলেন রাজ্য সরকারের দুই শীর্ষ আমলা। সূত্রের খবর, সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনা এবং রেশন দুর্নীতির অভিযোগ সংক্রান্ত তথ্য জানতে চেয়ে রাজ্যের দুই শীর্ষ সরকারি আমলাকে জরুরি ভিত্তিতে তলব করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, বৃহস্পতিবার রাজ্যপাল বোস তাঁদের থেকে জানতে চেয়েছিলেন, এখনও কেন শাহজাহান শেখকে গ্রেফতার করা হল না? কবে ওই ব্যক্তিকে গ্রেফতার করা সম্ভব হবে? সূত্রের দাবি, সেই বিষয়ে রাজ্যের দুই শীর্ষ আমলাকে প্রশ্ন করেছেন বাংলার সাংবিধানিক প্রধান। যত দ্রুত সম্ভব অভিযুক্তকে গ্রেফতারির জন্য রাজ্যপাল নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, সন্দেশখালিতে ইডির অফিসারদের উপর হামলার ঘটনায় তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার সাগরেদদের উস্কানি থাকতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই নিয়ে ইতিপূর্বেই বিবৃতি প্রকাশ করেছে ইডি। এদিকে শাহজাহান কোথায় আছে, তার কোনও পাত্তা পাওয়া যাচ্ছে না এখনও। এমন অবস্থায় বোসের এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।