Whitechapel Station’s Bengali Nameplate: হঠাৎ লন্ডনের একটি প্ল্যাটফর্মের নাম বাংলায় রাখা হল কেন?

CM Mamata Banerjee: মমতা লিখেছেন, "এটা গর্বের সঙ্গে বলার বিষয়। লন্ডনের টিউব রেল হোয়াইট চ্যাপেল স্টেশনে নাম লেখার ক্ষেত্রে বাংলা ভাষাকে গুরুত্ব দিয়েছে। বিশ্বের কাছে হাজার বছরের পুরনো একটি ভাষার গুরুত্ব ক্রমেই বাড়ছে।"

Whitechapel Station's Bengali Nameplate: হঠাৎ লন্ডনের একটি প্ল্যাটফর্মের নাম বাংলায় রাখা হল কেন?
হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম বাংলায়
Follow Us:
| Edited By: | Updated on: Mar 14, 2022 | 3:47 PM

কলকাতা: কয়েক শত সহস্র মাইল দূরে। সাত সমুদ্র তেরো নদীর পারে রানির দেশ। সেখানেই স্বীকৃতি পেল বাংলা ভাষা। লন্ডনে হোয়াইটচ্যাপেল স্টেশনের সাইনবোর্ডে জায়গা করে নিল বাংলা ভাষা। সেখানে মেট্রো স্টেশনের নাম লেখা রয়েছে গোটা গোটা বাংলা অক্ষরে। ওপরে স্টেশনের নাম লেখা ইংরাজিতে। ঠিক তার নীচেই বাংলায় লেখা প্ল্যাটফর্মের নাম। সঙ্গে লেখা স্বাগতম। লন্ডনের ট্রান্সফোর্ড ফর লন্ডন অথরিটির তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি লিখেছেন, “এটা গর্বের সঙ্গে বলার বিষয়। লন্ডনের টিউব রেল হোয়াইট চ্যাপেল স্টেশনে নাম লেখার ক্ষেত্রে বাংলা ভাষাকে গুরুত্ব দিয়েছে। বিশ্বের কাছে হাজার বছরের পুরনো একটি ভাষার গুরুত্ব ক্রমেই বাড়ছে।”


হোয়াইটচ্যাপেল স্টেশনে ঢোকার মুখেই বাংলায় লেখা, ‘হোয়াইটচ্যাপেল স্টেশনে আপনাকে স্বাগত।’ আসলে লন্ডনের এই অংশে বাস করেন বহু বাঙালি। দীর্ঘদিন বসবাস করতে করতে এখন তাঁদের অনেকেই হয়তো সে দেশের নাগরিক হয়েছেন। তবে ভোলেননি বাঙালিয়ানা। পরিসংখ্যান বলছে, ইংল্যান্ডে থাকা ৭০ শতাংশ বাঙালিই থাকেন এই এলাকায়। ওই এলাকায় এমন বহু দোকান রয়েছে, যার নাম বাংলায় লেখা। হঠ্ করে এলাকা ঘুরে মনে হতেই পারে ধর্মতলার কোনও গলিতে ঘুরছেন আপনি! প্রবাসী বাঙালিদের সম্মান জ্ঞাপনেই এই সিদ্ধান্ত লন্ডন সরকারের। আর তাতে কৃতজ্ঞ বাংলাও।

লন্ডনে বাংলা ভাষার স্বীকৃতি দেওয়ার বিষয়টি সত্যিই গর্বের, বলছেন পর্যবেক্ষকরাও। মারাত্মক খুশি প্রবাসী বাঙালিরাও। বাংলা ভাষা, বাঙালিয়ানার গুরুত্ব যে স্বীকৃত হচ্ছে রানির দেশেও, সেই বিষয়টিই টুইট করে স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তবে সোশ্যাল মিডিয়ায় এই স্টেশনের ছবি এখন ভাইরাল। প্ল্যাটফর্মের নাম ছবি তুলে সামাজিক মাধ্যমে দিচ্ছেন প্রবাসী বাঙালিরা। আর তা শেয়ার হচ্ছে হু হু করে।

আরও পড়ুন: পরীক্ষার মাঝেই নির্বাচন, উচ্চ মাধ্যমিক নিয়ে আবারও বড় সিদ্ধান্তের পথে রাজ্য!

 

আরও পড়ুন: West Bengal Recruitment: খাদ্য দফতরে নিয়োগের বিজ্ঞপ্তি! কম্পিউটার জানলেই মিলবে চাকরি, অনলাইনে আবেদন করার শেষ সুযোগ