Jyotipriya Mallick: বালুর দায়িত্ব নিতে চাইছে না কমান্ড হাসপাতাল, আর্জি আদালতে
Ration Scam: কমান্ড হাসপাতালের আইনজীবী আদালতে জানান, 'আমরা ওভার বার্ডেনড'। তাই কমান্ড হাসপাতালের আইনজীবী আদালতে আর্জি জানান, যাতে জ্যোতিপ্রিয় মল্লিককে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আইনজীবী বলেন, "আমাদের উপর এমনিতেই চিকিৎসার বোঝা চেপে রয়েছে।"
কলকাতা: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিকের দায়িত্ব নিতে চাইছে না কমান্ড হাসপাতাল। মন্ত্রীকে অন্য যে কোনও হাসপাতালে শিফট করার জন্য শনিবার আদালতে পৃথক একটি আবেদন করে কমান্ড হাসপাতাল কর্তৃপক্ষ। কমান্ড হাসপাতালের আইনজীবী আদালতে জানান, ‘আমরা ওভার বার্ডেনড’। তাই কমান্ড হাসপাতালের আইনজীবী আদালতে আর্জি জানান, যাতে জ্যোতিপ্রিয় মল্লিককে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আইনজীবী বলেন, “আমাদের উপর এমনিতেই চিকিৎসার বোঝা চেপে রয়েছে।”
কমান্ড হাসপাতালের কর্নেল বিচারকের উদ্দেশে বলেন, “কমান্ড হাসপাতাল নির্দিষ্ট ক্যাটাগরির জন্য বেঁধে দেওয়া আছে। সেনাবাহিনী ও তার পরিবারের জন্য এই হাসপাতাল চিহ্নিত। সীমান্তে যাঁরা সেবা দিচ্ছেন দেশকে, তাঁদের সেবার জন্য আমরা দায়বদ্ধ। এক্ষেত্রে আগে একজন ক্যাবিনেট মন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছিল ওড়িশায়।” উল্লেখ্য, এর আগে পার্থ চট্টোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুলেন্সে করে এসএসকেএম থেকে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হয়েছিল। সেই কথাই এদিন উঠে আসে কমান্ড হাসপাতালের কর্নেলের মুখে।
যদিও কমান্ড হাসপাতালের এই আবেদনে আপত্তি ছিল ইডির। এদিকে ব্যাঙ্কশাল আদালতের বিচারকও জানান, তিনি নির্দেশ বদলাতে পারবেন না। অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের বর্তমান শারীরিক অবস্থা কেমন রয়েছে, সেই বিষয়েও জানতে চান বিচারক। উল্লেখ্য, গতকাল বিচারক জ্যোতিপ্রিয়র ইডি হেফাজতের নির্দেশ দিতেই এজলাসে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তখন তড়িঘড়ি এসি অ্যাম্বুলেন্সে করে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে।
গতকাল বিচারক নির্দেশ দিয়েছিলেন কমান্ড হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠন করে জ্যেতিপ্রিয়র স্বাস্থ্য পরীক্ষা করার জন্য। যদিও পরবর্তীতে জ্যোতিপ্রিয় এজলাসে অসুস্থ হয়ে পড়ায় মন্ত্রীর পছন্দমতো বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। আদালত গতকাল নির্দেশ দিয়েছিল, জ্যোতিপ্রিয় সুস্থ বোধ করলে ইডির তদন্তকারী অফিসার তাঁকে কমান্ড হাসপাতালে নিয়ে যেতে পারবেন।