Bakibur Rahaman: বাকিবুরের মাথায় আশীর্বাদের হাতটা কার? আদালতে ইডি বলল…
ED: ইডির আইনজীবী এদিন আদালতে বলেন, 'রেশনের আটা খোলা বাজারে বি ক্রি হয়েছে। রাজ্য পুলিশ তদন্ত করেছে। যেখানে আটা তৈরি হচ্ছে তার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। কারণ মাথায় 'আশীর্বাদ' আছে।' এদিন বাকিবুরের জামিনের বিরোধিতা করে ইডি বলে, বাকিবুর জামিন পেলে প্রভাব খাটাবেন।
কলকাতা: বাকিবুর রহমানের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। ১১ নভেম্বর ফের তাঁকে আদালতে পেশ করার নির্দেশ দিলেন বিচারক। রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সেই মামলাতেই শুক্রবারই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, রেশন ডিলার বাকিবুর রহমানকে গ্রেফতার করেই মন্ত্রী বালুর বিষয়ে নানা তথ্য হাতে পান তদন্তকারীরা। বাকিবুরের দেওয়া তথ্যই বালুর বিড়ম্বনা বাড়ায় বলে সূত্রের খবর।
ইডির আইনজীবী এদিন আদালতে বলেন, ‘রেশনের আটা খোলা বাজারে বি ক্রি হয়েছে। রাজ্য পুলিশ তদন্ত করেছে। যেখানে আটা তৈরি হচ্ছে তার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। কারণ মাথায় ‘আশীর্বাদ’ আছে।’ এদিন বাকিবুরের জামিনের বিরোধিতা করে ইডি বলে, বাকিবুর জামিন পেলে প্রভাব খাটাবেন। প্রমাণ নষ্ট করবেন। এরপরই বাকিবুরকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর আবেদন করেন ইডির আইনজীবী।
পাল্টা বাকিবুরের আইনজীবী বলেন, ‘আমার মক্কেল ডিস্ট্রিবিউটরদের আটা সাপ্লাই করতেন। তা তাঁরা কী করেছেন, সেটা তো আমার মক্কেলের জানার কথা নয়।’ তাই তাঁর মক্কেলকে জামিন দেওয়া হোক, আবেদন করেন তিনি। যদিও আদালত বাকিবুরের জামিনের আবেদন খারিজ করে দেয়।