উচ্চ মাধ্যমিকের ফল বিভ্রাটের দায় স্কুলেরই! মুচলেকার নির্দেশ দিয়ে বিতর্কে সংসদ
HS: মঙ্গলবার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের এসআই অফিসে ডেকে পাঠানো হয়। যাঁরা গিয়েছিলেন তাঁদের হাতে একটি মুচলেকার বয়ান ধরিয়ে দেওয়া হয়। তাতে কী লেখা?
কলকাতা: খুব কম নম্বর পেয়েছেন কেউ কেউ। কেউ ফেল করেছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। এই অভিযোগে গত বৃহস্পতিবার থেকে স্কুলে স্কুলে চলছে রেজাল্ট নিয়ে না-খুশ পড়ুয়াদের বিক্ষোভ। তবে এর দায় সংশ্লিষ্ট স্কুলেরই। একদিকে ছাত্রছাত্রীদের জোর করে স্কুল কর্তৃপক্ষ যখন মুচলেকায় সই করে নেওয়ার অভিযোগ উঠল তিলজলার একটি স্কুলে, তখন স্কুলে স্কুলে এই মুচলেকা চাওয়া নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
জানা গিয়েছে, মঙ্গলবার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের মুচলেকা দেওয়ার নির্দেশ দিয়েছে সংসদ। তাতে লেখা, ফল বিভ্রাটের দায় স্কুলের। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। যা নিয়ে আজ স্মারকলিপি জমা দেয় প্রধান শিক্ষকদের সংগঠন।
সূত্রের খবর, মঙ্গলবার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের এসআই অফিসে ডেকে পাঠানো হয়। যাঁরা গিয়েছিলেন তাঁদের হাতে একটি মুচলেকার বয়ান ধরিয়ে দেওয়া হয়। তাতে কী লেখা? জানা গিয়েছে, তাতে লেখা করোনা পরিস্থিতির কারণে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ নম্বর সংসদে পাঠিয়ে ফেলেছে স্কুলগুলি। তার ফলেই এই রেজাল্ট-বিভ্রাট। স্কুলে স্কুলে এত ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছেন। এমনকি মুচলেকায় এও লেখা রয়েছে যে. ছাত্রছাত্রীদের নম্বর সংশোধন করে সাত দিনের মধ্যে নতুন মার্কশিট নিয়ে যাওয়া হবে।
সংসদের এই পদক্ষেপের পরেই ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। তাঁদের দাবি, সংসদের নিয়ম মেনেই ছাত্রছাত্রীদের পরীক্ষার ফল পাঠিয়েছিলেন তাঁরা। বাকি কাজ করেছে তো তারা। স্কুলে-স্কুলে অনুর্ত্তীর্ণদের বিক্ষোভের দায় স্কুলেরও উপরেই চাপাতে চাইছে সংসদ! প্রশ্ন তুলেছেন শিক্ষকদের একাংশ। সব মিলিয়ে ফের বিতর্কে সংসদ।
এদিকে সংসদ যখন স্কুলগুলিকে মুচলেকা দেওয়ার নির্দেশ দিয়েছে তখন পড়ুয়াদের থেকে মুচলেকা সই করিয়ে বিতর্কে তিলজলা বালিকা বিদ্যালয়। এই স্কুলে ৭১ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। অনুর্ত্তীর্ণরা গত ২৩ জুলাই স্কুলে বিক্ষোভ দেখান। প্রধান শিক্ষকের ঘরের জানলা ভাঙা দেওয়ার অভিযোগ ওঠে। অশান্তির সৃষ্টি হয়। ছাত্রীদের সঙ্গে তাঁদের অভিভাবকরাও শামিল হন বিক্ষোভে।
এখন সেই স্কুলের সবাই পাশ করেছেন। তবে নতুন মার্কশিট নিতে গিয়ে মুচলেকায় সাক্ষর করতে হচ্ছে পড়ুয়াদের! সব মিলিয়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বিভ্রাটে নয়া বিতর্ক যোগ করল মুচলেকা। আরও পড়ুন: ‘আমরা ছেড়ে দেব না’, মোর্চা নেতার মৃত্যুতে রাজ্যকে দুষে পালটা হুঁশিয়ারি শমীকের