COVID Update: বাড়ল পজিটিভিটি রেট, সংক্রমণের এপিসেন্টার সেই কলকাতা ও উত্তর ২৪ পরগনাই

West Bengal Coronavirus Situation: শুক্রবার সকাল ৯ টা থেকে শনিবার সকাল ৯ টার মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৭২ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। সুস্থ হয়েছেন ৮২৮ জন। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ৪১ হাজার ১৯৩টি। পজিটিভিটি রেট ২.১২ শতাংশ।

COVID Update: বাড়ল পজিটিভিটি রেট, সংক্রমণের এপিসেন্টার সেই কলকাতা ও উত্তর ২৪ পরগনাই
উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2021 | 9:57 PM

কলকাতা: করোনা (Covid-19) পরিস্থিতি নিয়ে এখনই উদ্বেগ টলছে না। স্বাস্থ্য দফতরের প্রতিদিনের বুলেটিন চিন্তা জিইয়ে রাখছে। আজও করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে আটশোর উপরে। রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শুক্রবার সকাল ৯ টা থেকে শনিবার সকাল ৯ টার মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৭২ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। সুস্থ হয়েছেন ৮২৮ জন। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ৪১ হাজার ১৯৩টি। পজিটিভিটি রেট ২.১২ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৮ হাজার ৩১।

দৈনিক সংক্রমণের নিরিখে গত ২৪ ঘণ্টায় এপিসেন্টার সেই কলকাতা ও উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় একদিনে করোনার বলি হয়েছে ২ জন। কলকাতায় প্রাণ হারিয়েছে ৩ জন।

এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলায় কেমন রয়েছে করোনা পরিস্থিতি…

আলিপুরদুয়ার– গতকাল করোনা আক্রান্ত ৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৪৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩০ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-১।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৩৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-১।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-১।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: শুক্রবার-২, শনিবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৩২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৫১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৪ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-১।

হুগলি– গতকাল আক্রান্ত ৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৭ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-১।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৪৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৩ জন। মৃত্যু: শুক্রবার-৫, শনিবার-২।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৪ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-৩।

কলকাতা– গতকাল আক্রান্ত ২৩৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২২ জন। মৃত্যু: শুক্রবার-৪, শনিবার-৩।