Covid Bulletin: দার্জিলিং-এ একদিনে পাঁচজনের মৃত্যু, রাজ্যে অনেকটাই কমল পজিটিভিটি রেট

Covid Bulletin: করোনা পরীক্ষা বাড়লেও কমল আক্রান্তের সংখ্যা। একদিনে রাজ্যে মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে।

Covid Bulletin: দার্জিলিং-এ একদিনে পাঁচজনের মৃত্যু, রাজ্যে অনেকটাই কমল পজিটিভিটি রেট
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 22, 2022 | 1:40 AM

কলকাতা : আক্রান্তের সংখ্যা আরও কমল রাজ্যে। শুক্রবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১৫৪। নমুনা পরীক্ষা বাড়ানো হলেও কমেছে আক্রান্তের সংখ্যা। গতকাল যেখানে আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১১ হাজারের কাছাকাছি, সেখানে শুক্রবার সেই সংখ্যা কমেছে অনেকটাই।

মোট ৭২ হাজার ৭৩৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে ২৪ ঘণ্টায়। সেইসঙ্গে পজিটিভিটি রেটও কমেছে অনেকটাই। শুক্রবারের বুলেটিন অনুসারে রাজ্যে পজিটিভিটি রেট ১২.৫৮ শতাংশ। বৃহস্পতিবার এই হার ছিল ১৬.২৭ শতাংশ। তবে এখনও উদ্বেগ বাড়াচ্ছে মৃতের সংখ্যা। আক্রান্তের সংখ্যা কমে যাওয়ার পরও মৃতের সংখ্যা সে ভাবে কমছে না। গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। শুধুমাত্র দার্জিলিং-এ একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য ভবনের রিপোর্ট বলছে, সরকারি হাসপাতালে বাড়ছে মৃত্যু। কলকাতার গণ্ডি ছাড়িয়ে জেলায় চোখ রাঙাচ্ছে কোভিডে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত ৩৫ জনের মধ্যে ৪ জন কলকাতা পুর এলাকার বাসিন্দা। বাকিরা সকলে‌ই জেলার বাসিন্দা। শহর কলকাতায় অবস্থিত বেসরকারি হাসপাতালে মৃতদের মধ্যেও অনেকে জেলার বাসিন্দা। শুধু হাওড়াতেই মৃত্যু হয়েছে ১১ জনের।

কোন জেলায় করোনা পরিস্থিতি কেমন, একনজরে

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৪৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫০৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫২ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ১, শুক্রবার- ৫।

কালিম্পং– গতকাল আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৪৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯১ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ১।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭১ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৬ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

মালদহ– গতকাল আক্রান্ত ৪৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৬৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ১, শুক্রবার- ১।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ২৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৫৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৩৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ১, শুক্রবার- ১।

বীরভূম– গতকাল আক্রান্ত ৭৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৯৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ১, শুক্রবার- ০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ১।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ১, শুক্রবার- ০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ১।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৫৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৯১ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ২, শুক্রবার- ১।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৩৯৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৬২ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ৪, শুক্রবার- ১।

হাওড়া– গতকাল আক্রান্ত ৫১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৬৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ১১।

হুগলি– গতকাল আক্রান্ত ৫১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৮৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ২, শুক্রবার- ২।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৭৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫০১ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ১৪, শুক্রবার- ৪।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৭৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৯৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ১, শুক্রবার- ২।

কলকাতা– গতকাল আক্রান্ত ১৭৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৫০২ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ৯, শুক্রবার- ৪।

আরও পড়ুন :